
কোচ-নির্বাচকদের সঙ্গে কী আলোচনা করলেন বিসিবি সভাপতি?
খেলা ডেস্ক
০৪ জুন ২০২৫, ১৪:১৪
আইসিসির সহযোগী দেশ আরব আমিরাতের বিপক্ষে সম্প্রতি সিরিজ হেরেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা আমিরাতের বিপক্ষে পরাজয়ের পর পাকিস্তানের বিপক্ষে ধবলধোলাই হয়েছে টাইগাররা। তাতে সবশেষ ছয় ম্যাচের পাঁচটাতে হেরে বেশ সমালোচনার মুখে লিটন দাসের দল।
দুই সিরিজের দুঃসহ স্মৃতি সঙ্গে নিয়ে গেল পরশু দেশে ফিরেছে বাংলাদেশ। লিটনদের সঙ্গে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্সও ঢাকায় পাড়ি জমিয়েছেন। দুই সিরিজ হারার পর গতকাল (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে কোচের সঙ্গে আলোচনায় বসেছেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম।
বিসিবি সভাপতি ছাড়াও এ বৈঠকে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ও ইনচার্জ শাহরিয়ার নাফীস। এছাড়া বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাকও এ বৈঠকে উপস্থিত ছিলেন।
সভায় কী আলোচনা হয়েছে, তা নিয়ে সেখানে থাকা এক নির্বাচক বলেন, ‘সামনে শ্রীলঙ্কা সিরিজ। তার আগে দল ঠিক করা বা নির্বাচন করার আগে কোচের সঙ্গে একটু আলাপ করতে হয়। সেটাই হয়েছে আর কি। পরে সেখানে বিসিবি প্রধানও উপস্থিত হন। সবার সঙ্গে আলাপ হলো আসন্ন সিরিজ নিয়ে।’
উল্লেখ্য, ঈদের ছুটি কাটিয়ে ১৩ জুন শ্রীলঙ্কার বিমান ধরবেন লিটন, নাজমুল হোসেন শান্তরা। শ্রীলঙ্কা সফরে দুটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কায় যাওয়ার আগে অবশ্য মিরপুরে তিনদিনের ক্যাম্প করবেন ক্রিকেটাররা।
এদিকে বিসিবি অফিসিয়ালদের সঙ্গে বৈঠক শেষে গতকাল রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি জমান আমিনুল ইসলাম বুলবুল। পবিত্র ঈদুল আযহা পালন করতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বিসিবি সভাপতি। অনেক আগে থেকেই অস্ট্রেলিয়াতে থিতু হয়েছে বুলবুলের পুরো পরিবার।
দেশের দায়িত্ব নেওয়ার ডাকে বুলবুল বাংলাদেশে ফিরলেও তার পরিবার সেখানেই আছেন। যার ফলে ঈদকে সামনে রেখে দূর দেশে তার পরিবার কাছে ছুটে যাচ্ছেন তিনি। তবে কবে নাগাদ আবার দেশে ফিরবেন সেটি অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঈদের পরই আইসিসির একটি সভা রয়েছে, সেখানে যোগ দেবেন বিসিবি সভাপতি।
এমআই