
শ্রীলঙ্কা সিরিজেই বাংলাদেশ ফর্মে ফিরবে, আশা মুশফিকের
খেলা ডেস্ক
০৭ জুন ২০২৫, ১৯:৪০
টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; ক্রিকেটের কোনো ফরম্যাটেই ভালো দিন কাটছে না বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট হেরেছিল মুশফিক-মুমিনুলরা। চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়ানডে ফরম্যাটে কোনো ম্যাচ জিততে পারেনি। টি-টোয়েন্টিতে আমিরাতের সঙ্গেও সিরিজ হেরেছে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে খেলা কুড়ি ওভারের সিরিজে ধবলধোলাই হয়ে দেশে ফিরেছে টাইগাররা। ঈদের কারণে পাঁচ ম্যাচের সিরিজে তিনটি ম্যাচ খেলেছে লিটন দাসের দল। ঈদের পরেই আবার ক্রিকেটাঙ্গনে ব্যস্ততা বাড়বে। চলতি মাসেই আট বছর পর পূর্ণাঙ্গ সফরে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ।
লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ১৭ জুন টেস্ট ম্যাচ দিয়ে বাংলাদেশের সফর শুরু হবে। তবে এই সিরিজ দিয়ে বাংলাদেশ ফর্মে ফিরবে বলে বিশ্বাস করছেন সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
আজ (শনিবার) নিজ গ্রামে ঈদের নামাজের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। মুশফিক বলেন, ‘দেশবাসীর কাছে এতটুকুই দোয়া চাইব যে সামনে আমাদের বাংলাদেশ দলের অনেক খেলা আছে। ইনশাআল্লাহ আশা আছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার।’
তিনি আরও বলেন, ‘অতীতে হয়ত আমাদের পারফরম্যান্স একটু খারাপ হয়েছে। তবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে এই শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ দল আবার ফর্মে ফিরে আসবে।’
এর আগে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মুশফিকুর রহিম বলেন, ‘সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক জানাই। সবার নিজের সামর্থ্য মতো কুরবানি দিবেন। পাড়া প্রতিবেশি, গরীব-মিসকিন সবাইকে সাথে নিয়ে।’
উল্লেখ্য, ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। বর্তমানে কেবল টেস্ট ফরম্যাটে দেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।
এমআই