
অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে শান্তরা, ইংল্যান্ড আসবে বাংলাদেশে
খেলা ডেস্ক
১৫ জুন ২০২৫, ২১:০৮
ক্রিকেট বিশ্বে প্রভাবশালী দেশের একটি অস্ট্রেলিয়া। নামে, ভারে অন্যান্য দেশের তুলনায় বেশ এগিয়ে থাকবে ওশেনিয়ার দেশটি। আইসিসির বৈশ্বিক আসরের প্রতিযোগিতা শুরু হলে অজিরা বরাবরই ফেভারিট হিসেবে প্রতিযোগিতা শুরু করেন। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া খেলার সুযোগ পায় না বাংলাদেশ।
সাদা পোশাকের ক্রিকেটে ২৫ বছর ধরে খেলছে টাইগাররা। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে মাত্র তিন বার। সবশেষ ২০১৭ সালে ঘরের মাটিতে অজিদের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছে মুশফিকের দল। সেই সিরিজে অজিদের প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হারিয়েছিল টাইগাররা।
দেশের মাটিতে খেলার আট বছর পর হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে আর খেলা হয়নি বাংলাদেশের। অজিদের মাটিতে খেলা যেন টাইগারদের জন্য আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। অস্ট্রেলিয়ার মাঠে সবশেষ ২০০৩ সালে খেলেছিল বাংলাদেশ। এবার প্রায় ২৩ বছর পর অজিদের মাটিতে খেলতে যাচ্ছে শান্ত-মিরাজরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে ব্যর্থ বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগ। তবে এবার আইসিসি টুর্নামেন্টের অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে অজিদের মাঠে সফর করবে বাংলাদেশ দল।
শ্রীলঙ্কা সফর দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুম শুরু হবে। চলতি বছরে আর কোনো টেস্ট ম্যাচ খেলবে না বাংলাদেশ। ২০২৬ সালের মার্চে পরবর্তী টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজ দিয়ে নতুন বছর শুরু হবে।
২০২৬ সালের আগস্টে অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই হবে লাল-সবুজের প্রতিনিধিদের প্রথম টেস্ট সিরিজ। এর মাঝে বাংলাদেশ ২০০৫ ও ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেললেও তা অনুষ্ঠিত হয়েছে ঘরের মাটিতে।
অস্ট্রেলিয়ায় শান্তরা খেলতে গেলেও ইংল্যান্ড খেলতে আসবে বাংলাদেশে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে পা রাখবে ইংলিশরা। ২০১৬ সালের পর এটিই হবে ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ। সেই সিরিজে বাংলাদেশ একটি ম্যাচ জিতেছিল।
ইংল্যান্ডের বিপক্ষে এর মাঝে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজন করতে পারেনি বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২০২৭ সালে বাংলাদেশে খেলতে আসবে বেন স্টোকসের দল। যদিও এর মাঝে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার মতো দারুণ আয়োজন সেরেছে জিম্বাবুয়ে।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। দেখার বিষয় টেস্টের নতুন মৌসুমে কোথায় গিয়ে থামে লাল-সবুজের প্রতিনিধিরা।
এমআই