
গিলক্রিস্টের রেকর্ড ভেঙে সবার ওপরে মুশফিক
খেলা ডেস্ক
১৮ জুন ২০২৫, ১৫:১১
ক্রিকেট অনুসরণ করেন, এমন প্রত্যেকেই অ্যাডম গিলক্রিস্টকে চিনে থাকবেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার ব্যাটসম্যান অসংখ্য ম্যাচজয়ী ইনিংসের জন্য এখনো ভক্তদের হৃদয়ে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজারের বেশি রান করেছেন এই ব্যাটার।
বিশ্ব ক্রিকেটে কখনো বল না করে সর্বোচ্চ রান করার তালিকায় এতদিন শীর্ষে ছিলেন অ্যাডম গিলক্রিস্ট। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ৩৯৬ ম্যাচে ১৫ হাজার ৪৬১ রান করেছেন তিনি। এবার অজি কিংবদন্তিকে ছাড়িয়ে এ তালিকায় সবার ওপরে ওঠেছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।
শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগে তিন ফরম্যাটে ১৫ হাজার ৩৫০ রান করেছিলেন এই ব্যাটার। লঙ্কানদের বিপক্ষে গল টেস্টে ১১২ রান করেই গিলক্রিস্টকে ছাড়িয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিক। ক্যারিয়ারের প্রথম দ্বিশতক করা এই ভেন্যুতে ইতোমধ্যে দেড়শোর ঘর পেরিয়েছেন তিনি।
তিন সংস্করণ মিলিয়ে কখনও বোলিং না করা ব্যাটসম্যানদের মধ্যে ১০ হাজারের বেশি রান আছে মোট ৮ জনের। মুশফিক, গিলক্রিস্ট ছাড়াও সেরা পাঁচে এ তালিকায় আছেন কুইন্টন ডি কক, জস বাটলার ও জনি বেয়ারস্টো। এদের প্রত্যেকেই উইকেটরক্ষক ব্যাটার। ফলে কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা হয়নি।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ইতোমধ্যে ১৫০০ রানের গণ্ডি পার করেছেন মুশফিকুর রহিম। বর্তমানে ক্রিকেট খেলছেন এমন কোনো ক্রিকেটারের শ্রীলঙ্কার বিপক্ষে ১৫০০ রান করার নজির নেই। সবমিলিয়ে এ তালিকায় পঞ্চম তিনি। আর ৫৪ রান করতেই পারলেই তালিকার তৃতীয় স্থানে ওঠবেন এই ক্রিকেটার।
এমআই