Advertisement
Us Bangla Airlines
ফিল সিমন্সের পরিবর্তে নতুন কোচ ডোয়াইন ব্রাভো!

ফিল সিমন্সের পরিবর্তে নতুন কোচ ডোয়াইন ব্রাভো!

খেলা ডেস্ক

২০ জুন ২০২৫, ১২:১৩

বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করলে অন্য কোথাও কাজ করার সুযোগ নেই। ফলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কোনো দলের সঙ্গে কাজ করতে পারবেন না টাইগারদের প্রধান গুরু।

সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে দীর্ঘদিন কোচিং সামলিয়েছেন ফিল সিমন্স। তবে বাংলাদেশের কোচ হওয়ায় তাকে এ দায়িত্ব ছেড়ে দিতে হয়েছে। তাতেই নতুন কোচ নিয়োগ দিয়েছে সিপিএলের শাহরুখ খানের দল। ত্রিনবাগোর নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডোয়াইন ব্রাভো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাভো বলেন, ‘ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ হওয়ার সুযোগ দেয়ায় আমি সম্মানিত, এটি আমার হৃদয়ের খুব কাছের একটি দল। আমি কোচ ফিল সিমন্সের সময় ও প্রতিশ্রুতির জন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই, এবং এখন আমি আমার স্টাফসহ এই নতুন চ্যালেঞ্জের জন্য অপেক্ষায় আছি।’

সিপিএলে মোট ১১ মৌসুম খেলেছেন ডোয়াইন ব্রাভো, যার ৯টি খেলেছেন নাইট রাইডার্স দলে। এছাড়া সিপিএলে ক্রিকেটার হিসেবে পাঁচবার শিরোপা জেতার স্বাদ পেয়েছেন এই অলরাউন্ডার। ২০২১ সালে অধিনায়ক হিসেবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।

সিপিএলের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০৭টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১২৯টি। ব্যাট হাতে করেছেন ১১৫৫ রান। ত্রিনবাগো নাইট রাইডার্সের সবশেষ ম্যাচ খেলেছিলেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর পর কোচ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ব্রাভো। গেল বছর শাহরুখ খানের মালিকাধীন আইএল টি-টোয়েন্টির দল আবুধাবি নাইট রাইডার্সের প্রধান কোচ নিযুক্ত হয়েছিলেন তিনি। এছাড়া ২০২৫ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ২০২৩ ও ২০২৪ মৌসুমে চেন্নাই সুপার কিংসের বোলিং কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন সাবেকে এই অলরাউন্ডার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রাভো আফগানিস্তান দলের বোলিং কনসালটেন্ট ছিলেন। সেই বছর বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল আফগানিস্তান দল।

এমআই