
বাংলাদেশ সিরিজ দিয়ে টেস্টে নতুন নিয়ম চালু করল আইসিসি
খেলা ডেস্ক
২৬ জুন ২০২৫, ১৬:০১
বাইশ গজের শৃঙ্খলা আরও সমুন্নত করতে সম্প্রতি নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে আইসিসি। ওয়ানডে ক্রিকেটে একটি বল দিয়ে ৩৫ ওভার খেলার পর তা পরিবর্তন করা হবে। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে গিয়ে কোনো ফিল্ডার দুইবার সীমানার বাইরে বের হতে পারবেন না।
ম্যাচে সময়ক্ষেপন কমাতে এর আগে দুই ওভারের মধ্যবর্তী সময় নির্দিষ্ট করে দিয়েছিল আইসিসি। ধীরগতির বোলিং কমাতে ওভার পরিবর্তনের জন্য সর্বোচ্চ ১ মিনিট সময় পেত ফিল্ডিং দল। তিনবার একই ভুল করলে গুনতে হতো জরিমানা। তবে এই নিয়ম কেবল সাদা বলের জন্য প্রযোজ্য ছিল।
স্লো ওভারের পরিমাণ কমাতে এবার টেস্ট ম্যাচে একই নিয়ম চালু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ২০২৫-২৭ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রের শুরু থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। অর্থাৎ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে এ নিয়ম যাত্রা শুরু করেছে।
বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, এক ওভার শেষ হওয়ার পর পরবর্তী ওভার শুরু করতে ফিল্ডিং দলকে এক মিনিটের মধ্যে প্রস্তুত থাকতে হবে। এই সময়সীমা না মানলে প্রথমে আম্পায়াররা দুইবার সতর্ক করবেন।
তৃতীয়বার একই ভুল করলে শাস্তি ভোগ করবে ফিল্ডিং দল। আইসিসির নিয়ম মোতাবেক, বোলিং দলকে পাঁচ রান জরিমানা করা হবে। ফলে বোলিং দল ব্যাট করতে নামলে তাদের থেকে অগ্রিম পাঁচ রান কর্তন করা হবে। আর প্রথম ইনিংসে ব্যাট করলে মোট রান থেকে ৫ রান কাটা হবে।
আইসিসি জানিয়েছে, প্রতি ৮০ ওভারের ব্লক শেষে এই সতর্কবার্তা নতুন করে শুরু হবে। অর্থাৎ প্রথম ৮০ ওভারের আগের সর্তকবার্তা পরবর্তী সময়ে গণনা করা হবে না। এক্ষেত্রে মাঠের সাইটস্ক্রিনে স্বাভাবিক ক্রমে সময় গণনা করা হবে। বাংলাদেশ সিরিজ দিয়ে এ নিয়ম ইতোমধ্যে শুরু হয়েছে।
এমআই