
৩০ রানের মধ্যে ২০ বার আউট হতে পারত রিশাভ পন্ত!
খেলা ডেস্ক
২৭ জুন ২০২৫, ১২:৩৭
আনঅর্থডক্স শট খেলার জন্য বেশ অভিজ্ঞ ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পন্ত। শুয়ে-বসে উইকেটের চার পাশেই খেলতে পারেন এই বাঁহাতি। অপ্রচলিত শট খেলতে পটু এই ব্যাটারের খেলার ধরণ দেখে চিন্তিত থাকেন উভয় দল। পন্ত এরপর কখন কোন বলে কোন দিকে শট মারবেন তা নিয়ে চিন্তায় থাকে প্রতিপক্ষ দল।
ব্যাটার হিসেবে নিয়মিত আগ্রাসী শট খেলা এই ব্যাটারকে চিন্তা পড়ে ভারতও। কারণ, ঝুঁকি নিতে গিয়ে কখন উইকেট বিলিয়ে আসেন, তা বলার অপেক্ষা রাখে না। ঋষভ পন্তের এমন ভয়ডরহীন ব্যাটিং দেখে চিন্তিত থাকেন সাবেক প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
পন্তকে নিয়ে ভিলিয়ার্স বলেন, ‘রিশাভ অনেক ঝুঁকি নিয়ে ব্যাটিং করে। কখনও কখনও সেই স্টাইল আপনাকে চিন্তায় ফেলে দেবে। আমার তো মনে হয়েছে, সে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ২০ বার প্রথম ৩০ রানের মধ্যে আউট হতে পারত। কিন্তু ও আউট হয়নি, সেটাই সব থেকে বড় কথা।’
তিনি বলেন, ‘রিশাভ এমন একজন প্লেয়ার যে প্রতিপক্ষকে চাপে রাখে, আর ১০০ বারের মধ্যে ৯৯ বারই সে সেটা করতে পারে, তাই ও সফল ক্রিকেটার। একটা সময় আমি সোফায় বসে ভাবছিলাম, যে ঋষভ এটা কি করছে? এখন এই সব শট খেলার সময় নয়। কিন্তু তুমি ফলাফল দেখ, ওটাই শেষ কথা বলে।’
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে ভিলিয়ার্স বলেন, ‘এটা অত্যন্ত লজ্জার যে ইংল্যান্ডের বিপক্ষে ভারত ম্যাচটা জিততে পারেনি, পন্তেরই কিন্তু তাহলে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কথা। অনেক মিডিয়ায় অনেক সমালোচনা হবে, যে একটা পরিবর্তন দরকার। তবে আমার মনে হয়নি এখনই চিন্তার কিছু রয়েছে, এখনও অনেকটা পথ বাকি।’
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। সিরিজের প্রথম ম্যাচেই উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের সহ-অধিনায়ক রিশাভ পন্ত। ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েও পরাজয় বরণ করেছে ভারত।
এমআই