
ফুটবলের পর এবার ক্রিকেটে ইতালির ইতিহাস
খেলা ডেস্ক
১২ জুলাই ২০২৫, ১২:৩৫
ক্রীড়াঙ্গনের বড় নাম ইতালি। ফুটবল বিশ্বকাপে ইতোমধ্যে ৬ বার ফাইনাল খেলেছে দলটি। যার মধ্যে চারবার শিরোপা জিতেছে ইতালি। ফুটবল বিশ্বকাপে ইতালির চেয়ে বেশি শিরোপা আছে কেবল একটি দলের, সেটা ব্রাজিল। ফুটবলে রাজত্ব করার পর এবার ক্রিকেট বিশ্বকাপে নাম লিখিয়েছে ইতালি।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ইউরোপোর দেশটি। আইসিসির মেগা টুর্নামেন্টটের ইতিহাসে এবারই প্রথম জায়গা পেল ইতালি। গতকাল লিগ পদ্ধতির বাছাইপর্বে নেদারল্যান্ডসের কাছে হেরেও রানরেটের হিসাবে বিশ্বকাপে জায়গা পেয়েছে ইতালি। বিপরীতে বাদ পড়েছে স্কটল্যান্ড।
বিশ্বকাপের মাধ্যমে সমগ্র দুনিয়ায় ক্রিকেট উন্মাদনা বাড়িয়ে দিতে অঞ্চলভিত্তিক দল বাছাই করে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ, আফ্রিকা, আমেরিকা থেকে দুইটি দল এবং এশিয়া ও পূর্ব এশিয়া প্যাসিফিক থেকে তিনটি দল অংশগ্রহণ করে থাকে। ফলে ইউরোপ থেকে চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেল নেদারল্যান্ডস ও ইতালি।
Netherlands and Italy qualify from Europe, leaving five spots up for grabs for ICC Men's
সবমিলিয়ে এখন পর্যন্ত ১৫টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। স্বাগতিক ভারত-শ্রীলঙ্কা বাদে বিশ্বকাপে ওঠা বাকি দলগুলো হচ্ছে– বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা।
আমেরিকা অঞ্চল থেকে এর আগে বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। আফ্রিকান অঞ্চলের দল নিশ্চিতে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এ ছাড়া এশিয়া থেকে আইসিসির সহযোগী বাকি ৩ দল নিশ্চিত করে আগামী অক্টোবরে ওমানে বাছাইপর্ব টুর্নামেন্ট আয়োজিত হবে।
এমআই