Advertisement
Us Bangla Airlines
মাইলস্টোন ট্রাজেডি স্মরণে যত আয়োজন বিসিবির

মাইলস্টোন ট্রাজেডি স্মরণে যত আয়োজন বিসিবির

খেলা ডেস্ক

২২ জুলাই ২০২৫, ১২:২৩

আন্তর্জাতিক সূচি, অন্যথায় আজকের ম্যাচে হয়তো বিরতি টানতো বিসিবি। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার নির্মম ঘটনার মাঝেই সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ দল। পাকিস্তান বিপক্ষে আজকে জিতলে এক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে টাইগাররা।

বাইশ গজে ইতিহাস গড়তে পারলে এই জয় হয়তো নিহতদের স্মরণে উৎসর্গ করবে বাংলাদেশ দল। গতকাল অনূর্ধ্ব-২০ নারী সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে একই কাজ করেছিল বাংলাদেশের নারীরা। তবে মাঠে নামার আগে মাইলস্টোন ট্রাজেডিকে স্মরণে নিয়ে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে বিসিবি।

আজকের ম্যাচে দুই দলের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। ম্যাচের আগে এক মিনিটের জন্য নীরব হবে শেরেবাংলা স্টেডিয়াম। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা, স্টেডিয়ামে থাকবে না কোনো গানবাজনা। এর আগে সকালে বিসিবি কার্যালয়ে কোরআন তিলাওয়াত এবং দোয়ার আয়োজনও করা হয়েছে।

এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হওয়ার সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। মৃত ব্যক্তিদের মধ্যে ২৫ জন শিশু এবং একজন পাইলট ও একজন শিক্ষক রয়েছেন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। 

এমআই