
সিরিজ জয়ের দিনে সাকিবকে ছাড়ালেন মোস্তাফিজ
খেলা ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ১৩:১২
নিচু ও মন্থর পিচে বরাবরই ভয়ংকর মোস্তাফিজুর রহমান। কাটার ও স্লোয়ারে বাঁহাতি এই বোলার ব্যাটারদের নাচিয়ে ছাড়েন। মিরপুরের পিচ মোস্তাফিজের বোলিংয়ের জন্য আদর্শ বটে। দেশের সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ হওয়া এই ভেন্যুতে বেশ কার্যকরী কাটার মাস্টার মোস্তাফিজ।
চলমান পাকিস্তান সিরিজে খুব বেশি উইকেট না পেলেও সফরকারীদের বড় পরীক্ষা নিয়েছেন। দুই ম্যাচে ৭.২ ওভার বোলিং করেছেন এই বাঁহাতি পেসার। যেখানে ৪৪ বলে ২১ রান করেছেন তিনি। ইকোনমি ৩-এর কম। টি-টোয়েন্টিতে এমন বোলিংকে অবিশ্বাস্য বলতেই হবে।
পাকিস্তানের বিপক্ষে গতকাল ইনিংসের শেষ ওভারে আহমেদ দানিয়ালের উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজুর রহমান। তাতেই ৮ রানের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের সিরিজে প্রথমবার জয় পেয়েছে টাইগাররা।
সিরিজ জয়ের দিনে নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে এক উইকেট শিকার করে ‘মিরপুরের কিং’ বনে গিয়েছেন এই ক্রিকেটার। টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সবচেয়ে উইকেটশিকারি এখন মোস্তাফিজ। বর্তমানে তার উইকেটের সংখ্যা ৪৬টি।
নতুন মাইলফলকে নাম লেখানোর দিনে সাকিবকে পেছনে ফেলেছেন এই ক্রিকেটার। মিরপুরে ৩৪ ইনিংস বল করেছেন সাকিব আল হাসান। তাতে ১৮ গড়ে এবং ৭-এর কম ইকোনমিতে ৪৫ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। চলতি সিরিজে তিন উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়েছেন মোস্তাফিজ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটশিকারির সংখ্যায় সাকিব-মোস্তাফিজের লড়াই চলছে। কুড়ি ওভারের ক্রিকেটে ১৪৯ উইকেট নিয়ে সেরা বোলারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সাকিব। তবে এই ফরম্যাটে মাত্র ১১ উইকেট শিকার করলে সাকিবকে ছাড়িয়ে তৃতীয় হবেন মোস্তাফিজুর রহমান।
এমআই