Advertisement
Us Bangla Airlines
ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ের পথে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ের পথে বাংলাদেশ

খেলা ডেস্ক

২৩ জুলাই ২০২৫, ২০:১৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের সবশেষ ম্যাচ খেলেছে যুব টাইগাররা। একদিন পরে আজই ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার যুব দলকে নিয়ে ২৫ তারিখ থেকে এই সিরিজ মাঠে গড়াবে। মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল লড়বে ফাইনালে।

দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ দল পরদিন (২৬ জুলাই) একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ম্যাচটি হবে হারারে স্পোর্টস ক্লাবে। 

প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট, যার মাধ্যমে ১৬ দিনব্যাপী এই ত্রিদেশীয় সিরিজের পর্দা নামবে। ২০২৬ যুব বিশ্বকাপ সামনে রেখে তরুণ ক্রিকেটারদের প্রস্তুতির জন্য এটি একটি বড় মঞ্চ হয়ে উঠতে পারে।

দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ দল

যুব ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে জোর প্রস্তুতি সারছে বাংলাদেশ দল। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল জাওয়াদ-তামিমরা। এরপর প্রোটিয়াদের ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এবার ত্রিদেশীয় জেতার অপেক্ষায় আজিজুল হাকিম তামিমের দল।

এমআই