Advertisement
Us Bangla Airlines
ক্রিকেট ম্যাচ ঘিরে মেট্রো চলাচলের নতুন সময়সূচি

ক্রিকেট ম্যাচ ঘিরে মেট্রো চলাচলের নতুন সময়সূচি

খেলা ডেস্ক

২৪ জুলাই ২০২৫, ১৫:৫৬

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষটায় খেলতে নামছে বাংলাদেশ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই ম্যাচ রাত ১০টার দিকে শেষ হবে। দর্শকদের চলাচলের সুবিধার্থে ২২ ও ২৪ জুলাই মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে বিসিবি। ক্রিকেট বোর্ডের ডাকে সাড়া দিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিডেট (ডিএমটিসিএল)। 

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচকে ঘিরে গত ২২ই জুলাই অতিরিক্ত ৩টি ট্রেন যাতায়াত করেছিল। মেট্রো চলাচলের সময় বৃদ্ধি শুধু সেদিনের জন্য প্রযোজ্য বলে জানিয়েছিল মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল। তবে আজ পাকিস্তান সিরিজের শেষ ম্যাচে পুনরায় মেট্রো চলাচলের সময় বৃদ্ধি করেছে প্রতিষ্ঠানটি।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, বাংলাদেশ বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচ উপলক্ষে আজ (২৪ই জুলাই) অতিরিক্ত ২টি ট্রেন চলবে। তবে উত্তরা থেকে রাত ৯টার ট্রেন  ৯টা ১৫-তে এবং অতিরিক্ত ২ সেট ট্রেন  রাত ১০টা ও রাত ১০টা ১৫ মিনিটে মতিঝিলের দিকে ছেড়ে আসবে।

অতিরিক্ত ট্রেনগুলো পুনরায় মতিঝিল থেকে যথাক্রমে রাত ৯টা ৫৫, ১০টা ৪০  ও ১০টা ৫৫ মিনিটে মতিঝিল থেকে উত্তরা উত্তরের দিকে ছেড়ে যাবে। দর্শকদের জন্য সকল স্টেশনেই রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকেট কাউন্টার চালু থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

এর আগে গত ২১ জুলাই পাকিস্তান সিরিজের শেষ দুই ম্যাচের জন্য মেট্রো চলাচলের সময় বৃদ্ধির আবেদন জানিয়েছিল বিসিবি। ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই আবেদন জানানো হয়। বিসিবির ডাকে সাড়া দিয়ে ২২ তারিখের পর আজও মেট্রোর ট্রিপ সংখ্যা বাড়িয়েছে ডিএমটিসিএল।

এমআই