
বিপিএলে আগ্রহী আইপিএল-পিএসএলের একাধিক প্রতিষ্ঠান
খেলা ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১৪:১৫
আগামী ডিসেম্বরে শুরু হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। নতুন মৌসুমকে ঘিরে বেশ বর্ণাঢ্য আয়োজনের প্রত্যাশা করছে বিসিবি। মাসখানেক আগে বিপিএলের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুব আনাম। এই টুর্নামেন্টের উন্নতিতে স্টেকহোল্ডারদের সঙ্গে ইতোমধ্যে বিভিন্ন সেশন সেরেছে বিসিবি।
বিপিএলের নতুন মৌসুমকে ঘিরে কাজে নেমে পড়েছে বিসিবি। স্ট্র্যাটেজিক মার্কেটিং, ব্র্যান্ডিং ও কমার্শিয়াল এডভাইজরি সার্ভিসের জন্য দেশীয় ও আন্তর্জাতিক ফার্মগুলোর কাছ থেকে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চেয়েছিল বিসিবি, যার ডেডলাইন ছিল ২৬ জুলাই। সেখান থেকে পাঁচটি ফার্ম আগ্রহ দেখিয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, বিপিএলে কাজ করতে আগ্রহ দেখানো চারটিই আন্তর্জাতিক প্রতিষ্ঠান, স্থানীয় প্রতিষ্ঠান একটি। আন্তর্জাতিক ফার্মগুলোর মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ও লিজেন্ডস লিগে কাজ করা প্রতিষ্ঠান রয়েছে।
পরিবর্তনের গল্প শুনিয়ে চলতি বছরের শুরুতে আয়োজিত হয়েছিল বিপিএলের ১১তম আসর। শুরুর দিকে ব্যবস্থাপনা সন্তোষজনক থাকলেও সময়ের সাথে সাথে সমালোচনা আর বিতর্ক দুই-ই বেড়েছে। বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বড় ঝামেলার সৃষ্টি হয়েছিল। এবার সেই বিতর্ক থেকে মুক্তি চায় বিসিবির নতুন পর্ষদ।
ফলে বিপিএলের পুরনো ফ্র্যাঞ্চাইজিদের সংখ্যা আসন্ন আসরে কমে যেতে পারে। তাতে একাধিক নতুন দল দেখা যাবে পরবর্তী বিপিএলে। এছাড়া বাড়বে ভেন্যুর সংখ্যাও। আর কয়েকদিন পরই অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এর আগেই প্রস্তুতির দামামা বাজাতে শুরু করে দিয়েছে বিসিবি।
এমআই