
সোহান-আফিফদের বিপক্ষে নেপালের স্কোয়াড ঘোষণা
খেলা ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১৮:৪২
অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিতব্য টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। অতিথি টিম হিসেবে বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে পাকিস্তান শাহিনস ও নেপাল জাতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান ও বাংলাদেশ।
গতকাল (সোমবার) টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। দলটির নেতৃত্বে রয়েছেন অলরাউন্ডার রোহিত পাউডেল। সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন আরেক অভিজ্ঞ অলরাউন্ডার ও মারকুটে ব্যাটার দিপেন্দ্র সিং আইরি।
Posted by Cricket Association of Nepal-CAN on Monday, August 4, 2025
উইকেটরক্ষক হিসেবে দলে আছেন দুইজন— আসিফ শেখ ও লোকেশ বাম। স্পিন বিভাগে রয়েছেন তারকা লেগস্পিনার সন্দীপ লামিচানে এবং বাঁহাতি স্পিনার ললিত রাজবংশী। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন সোমপাল কামি ও কারান কেসি।
ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটে ভালো পারফর্ম করে জাতীয় দলে জায়গা পেয়েছেন— নন্দন যাদব, রূপেশ সিং ও রিজান ঢাকাল।
বিশ্ব ক্রিকেটের নতুন প্রতিভা অন্বেষণের অন্যতম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। গেল বছর এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়ে ফাইনাল খেলেছিল বাংলাদেশ এইচপি দল। এবার শিরোপা জয়ের লক্ষ্যে ‘এ’ দল পাঠাচ্ছে বিসিবি। অন্যদিকে, নেপাল তাদের জাতীয় দল নিয়ে মাঠে নামবে।
এদিকে গতকাল এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশর নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। জাতীয় দলে তিন ফরম্যাটে প্রতিনিধিত্ব করা হাসান মাহমুদকেও রাখা হয়েছে এই দলে। তরুণ ক্রিকেটার হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন আগ্রাসী ওপেনার জিশান আলম।
একনজরে নেপালের স্কোয়াড
রোহিত পাউডেল (অধিনায়ক), দিপেন্দ্র সিং আইরি (সহ-অধিনায়ক), আসিফ শেখ (উইকেটকিপার), লোকেশ বাম (উইকেটকিপার), সন্দীপ লামিচানে, কুশল বুর্থেল, কুশল মাল্লা, গুলশন ঝা, আরিফ শেখ, ভীম সারকি, রূপেশ সিং, সোমপাল কামি, নন্দন যাদব, কারান কেসি, রিজান ঢাকাল ও ললিত রাজবংশী।
এমআই