
বিসিবির ২৫০ কোটি টাকা নয়ছয়: দায়মুক্ত ফারুক আহমেদ
খেলা ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ১৩:০৭
দেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে গেল বছর দেশত্যাগ করেন নাজমুল হোসেন পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি দেশ ছাড়ায় বিসিবির মূল পদটি শূন্য হয়ে যায়। সেখানেই সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে নিয়োগ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনসিসি)। কিন্তু ৯ মাস পরেই তাকে বিসিবি থেকে সরিয়ে দেওয়া হয়।
এনসিসির প্রত্যাশা পূরণ করতে না পারায় ফারুক আহমেদকে সরানোর বিষয়টি জানিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে এর মাঝেই ফারুক আহমেদের বিরুদ্ধে নানান অভিযোগ ওঠেছিল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিসিবির বিসিবির ২৫০ কোটি টাকা নয়ছয়ের ঘটনা।
ফারুকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তার আমলে বিসিবির পরিচালনা পর্ষদের পূর্বানুমোদন ছাড়াই বিসিবির স্থায়ী আমানত থেকে ২৫০ কোটি টাকা ‘তহবিল অপব্যবহারের উদ্দেশ্যে’ অন্যান্য ব্যাংকে স্থানান্তর করেছিলেন! গত এপ্রিলে এমন অভিযোগ ওঠার পর বিব্রতকর অবস্থায় পড়েছিলেন ফারুক।
পাশাপাশি তার বিরুদ্ধে স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ আনেন বিসিবির কিছু পরিচালক। তবে নানান কারণে গত মে মাসের শেষদিকে বিসিবি থেকে সরতে বাধ্য হন ফারুক আহমেদ। এরপর তার বিরুদ্ধে আসা অভিযোগ নিয়ে তদন্ত করে দুদক। দুদক সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি কার্যক্রম পরিচালনা করেছে।
গত ১৭ মে দলটি বিসিবিতে গিয়ে নথিপত্র সংগ্রহের পাশাপাশি তদন্ত করে। এরপর গত ১৩ জুলাই তদন্ত প্রতিবেদন জমা পড়ে। এতে বলা হয় যে, ফারুক আহমেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি এবং তাকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ বিসিবির ২৫০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগে দায়মুক্তি পেলেন ফারুক।
এমআই