
সুখবর পেলেন তাসকিন-রিশাদ
খেলা ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ১৮:৩৪
পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে গত জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। দুই সিরিজেই ২-১ ব্যবধানে জিতেছে টাইগাররা। উভয় সিরিজেই বল হাতে দারুণ পারফর্ম করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে ২৪ জুলাইয়ের পর কোনো ম্যাচ না খেলেও এই দুই বোলারের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ অবস্থান করছেন ১৯ ও ২৭ নম্বরে। দুই বোলারই এগিয়েছেন এক ধাপ করে। রিশাদ ও তাসকিনের রেটিং পয়েন্ট ৬১১ ও ৫৭২। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত ছেলেদের সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তাসকিন-রিশাদের উন্নতি হলেও তিন ধাপ করে পিছিয়েছেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন হাসান-শরীফুল অবস্থান করছেন ৪৩ ও ৪৬ নম্বরে। দুই ধাপ পিছিয়ে তানজিম হাসান সাকিব এই সংস্করণে র্যাঙ্কিংয়ের ৪০ নম্বর বোলার।
মূলত, অন্যান্য ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের রেটিংয়ে অবনতি হওয়ায় তাসকিন-রিশাদের উন্নতি হয়েছে। পাশাপাশি হাসান-শরীফুলের পিছিয়ে যাওয়ার কারণ বর্তমানে খেলতে থাকা বাকি ক্রিকেটারদের উন্নতি। তবে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১২ নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন মোস্তাফিজুর রহমান।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন জেসন হোল্ডার। ২৩ ধাপ এগিয়ে এখন র্যাঙ্কিংয়ের ৩২তম বোলার হোল্ডার। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৭.৩৩ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। তবে ৭১৭ পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন জ্যাকব ডাফি।
এমআই