Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপ শুরুর আগেই জ্যোতিদের ম্যাচ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা!

বিশ্বকাপ শুরুর আগেই জ্যোতিদের ম্যাচ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা!

খেলা ডেস্ক

০৮ আগস্ট ২০২৫, ১৬:৩৫

আগামী মাসেই শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারতে আয়োজিত পঞ্চাশ ওভারের এই বিশ্ব প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ নারী দল। ইতোমধ্যে সূচি ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতে বিপক্ষে খেলবে জ্যোতিরা।

টুর্নামেন্ট শুরুর আগেই বেঙ্গালুরুর এই ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ) এখনো তাদের রাজ্য সরকারের কাছ থেকে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের চূড়ান্ত অনুমোদন পায়নি। শেষ পর্যন্ত অনুমতি না পেলে জ্যোতিদের ম্যাচ ভেন্যু পাল্টে যাবে।

শুধু বাংলাদেশের ম্যাচ নয়, চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ আয়োজনের কথা রয়েছে। তবে পাকিস্তান নারী দল যদি ফাইনালে উঠে, তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হবে।

চলতি বছরের আইপিএলে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কোহলিদের দীর্ঘদিনের অপেক্ষা আইপিএলের ১৮তম আসরে অবসান হয়। এরপর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শিরোপা উদযাপনের ঘোষণা দেয় আরসিবি। কিন্তু সেই অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়।

এই ঘটনায় একাধিক মামলা এখনো আদালতে তদন্তাধীন রয়েছে। ফলে বেঙ্গালুরুর এই ভেন্যুতে বিশ্বকাপ আয়োজন নিয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেনি রাজ্য সরকার। এমনকি স্থানীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘মহারাজা কাপ’ নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বেঙ্গালুরু থেকে মহীশুরে স্থানান্তর করা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের ভুলে যেভাবে বিশ্বকাপে বাংলাদেশ

কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা সরকারের কাছে অনুমতির জন্য আবেদন করেছি এবং তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সরকার এখনো না বলেনি। যদি তারা আয়োজনের পক্ষেই না থাকত, তাহলে মহীশুরে হলেও মহারাজা কাপের অনুমতি দিত না। আমরা ধাপে ধাপে বিষয়টি এগোচ্ছি।’

তবে নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত রাজ্য সরকারের অনুমতি না মিললে জ্যোতিদের ম্যাচ ভেন্যুতে পরিবর্তন আসবে। বেঙ্গালুরুতে খেলা তা কোথায় স্থানান্তর করা হবে, তা এখনো জানা যায়নি।

এমআই