Advertisement
Us Bangla Airlines
ইতিহাস সেরা বাজেটের এনসিএল আয়োজন করবে বিসিবি

ইতিহাস সেরা বাজেটের এনসিএল আয়োজন করবে বিসিবি

খেলা ডেস্ক

১২ আগস্ট ২০২৫, ১৩:২৮

ঘরোয়া ক্রিকেটের বড় টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ বা এনসিএল। চার দিনের এই টুর্নামেন্টে গেল বছর থেকে নতুন সংযোজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লাল বলের ক্রিকেটের পাশাপাশি গত মৌসুম থেকে এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করা হচ্ছে। চলতি বছরেও দুই সংস্করণের টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি।

ঘরোয়া টুর্নামেন্টকে আরও শানিত করতে এবার ইতিহাস সেরা বাজেট নিয়ে নামছে ক্রিকেট বোর্ড। যেখানে ক্রিকেটারদের বেতন-ভাতার পাশাপাশি আয়োজনেও থাকবে ভিন্ন মাত্রা। উন্নত হয়েছে যাতায়াত ও থাকার ব্যবস্থা। এমনকি ঢাকা মহানগরের জায়গায় এবার থেকে চার দিনের আসরে খেলবে ময়মনসিংহ বিভাগ।

এনসিএল টি-টোয়েন্টির জন্য প্রস্তুত যে ৪ স্টেডিয়াম

বিসিবি সূত্রে দেশের এক দৈনিক জানিয়েছে, এনসিএলে এ বছর নিজেদের ইতিহাসের সর্বোচ্চ খরচ করতে যাচ্ছে বিসিবি। গত মৌসুমে যেখানে ক্রিকেটারদের দৈনিক ভাতা ছিল আড়াই হাজার টাকা, এবার তা ৩ হাজার টাকা। টি-টোয়েন্টি টুর্নামেন্টে ম্যাচ ফি ছিল ২৫ হাজার টাকা, তা বেড়ে হয়েছে ৪০ হাজার টাকা। লাল বলে ম্যাচ ফি ৭৫ হাজার টাকা।

জানা গেছে, প্রথম শ্রেণির চুক্তিতে থাকা ১০০ ক্রিকেটারের বেতনও বেড়েছে। ২৫ হাজার টাকা থেকে বেড়ে সর্বনিম্ন 'এ' ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ৩০ হাজার টাকা, 'বি' ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ৩০ হাজার টাকা থেকে বেড়ে ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ 'সি' ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ৩৫ হাজার টাকা থেকে বেড়ে ৪০ হাজার টাকা হয়েছে।

এনসিএল টি-টোয়েন্টি শুরুর সময় জানাল বিসিবি

গত মৌসুমের হিসাব অনুযায়ী চারদিনের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ৩০ লাখ ও রানার-আপ দল ১৫ লাখ টাকা পেয়েছে। টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়নদের জন্য ১৫ লাখ ও রানার-আপদের জন্য ৭ লাখ টাকা বরাদ্দ ছিল। এবার টাকার অঙ্ক বৃদ্ধি পাওয়ার আলোচনা চলছে।

এছাড়া লাল বলে ম্যাচ সেরার পুরস্কার ৩০ হাজার টাকা, সাদা বলের সবচেয়ে ছোট ফরম্যাটের টুর্নামেন্টে যা ২০ হাজার টাকা। চারদিনের ম্যাচে উইনিং বোনাস ৮০ হাজার টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ উইকেটশিকারি ও সেরা রান সংগ্রাহক ১ লাখ টাকা করে পান।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, জাতীয় লিগে স্পনসর থাকলেও এই বাবদ মোট খরচের মাত্র ১০ থেকে ১৫ শতাংশই  উঠে আসে। বাকি সব খরচ বহন করে বিসিবি।

এমআই