
এনসিএল টি-টোয়েন্টির জন্য প্রস্তুত যে ৪ স্টেডিয়াম
খেলা ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১২:২২
বিশ ওভারের ক্রিকেটে দেশি খেলোয়াড়দের দক্ষতা আরও বাড়াতে গেল বছর শুরু হয়েছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে আয়োজিত সেই টুর্নামেন্ট দর্শকদের নজর কেড়েছে। চলতি বছরে এই টুর্নামেন্টকে পেশাদারিত্বে ছোঁয়ায় মোড়াতে চায় বিসিবি।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে পারে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু গতকাল রোববার এসব তথ্য জানিয়েছেন। তবে চলতি বছরে বাড়ছে ভেন্যুর সংখ্যা।
গেল বছর মাত্র এক ভেন্যুতে আয়োজিত হয়েছিল এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। চলতি বছর তা বেড়ে তিনটি ভেন্যুতে আয়োজিত হতে যাচ্ছে। কুড়ি ওভারের এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে চারটি ভেন্য প্রস্তুতের কথা জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।
তবে নিচু ও মন্থর পিচ হিসেবে দুর্নাম কুড়ানো ঢাকা শেরে বাংলা স্টেডিয়াম থাকছে না এই তালিকায়। এমনকি চট্টগ্রামের মতিউর রহমান স্টেডিয়ামকেও এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ভেন্যু হিসেবে রাখবে না বিসিবি। বরং সিলেটের সঙ্গে আরও তিনটি নতুন ভেন্যু নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।
গতকাল মিনহাজুল আবেদিন নান্নু বলেছিলেন, ‘গতবার তো খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছিল। এবার তিনটা ভেন্যু পছন্দ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি ৩টা ভেন্যু চেয়েছে। সে হিসেবে টুর্নামেন্ট কমিটি আগাচ্ছে। এটা নিশ্চিত তিনটি ভেন্যুতেই হবে টুর্নামেন্ট।’
গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম জানান, ‘এনসিএলের জন্য চারটি মাঠ প্রস্তুত করা হয়েছে। তবে এর মধ্যে নেই ঢাকা কিংবা চট্টগ্রাম। এই চার ভেন্যু হচ্ছে- রাজশাহী, সিলেট, বগুড়া এবং খুলনা। এখন ৪ ভেন্যুতে একসাথে খেলা হলে সেটা হবে অনন্য এক দৃষ্টি স্থাপন।’
গেল বছরের মতো এবারের আসরেও ৮টি বিভাগ থেকে ৮টি দল খেলবে। গেল বছরই এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পায়। বিপিএলের আগে এই টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য বেশ ভালো একটা রিহার্সালও বলা চলে।
এমআই