
শেষ পাঁচ ওভারে ৭০ রান তুলেও হেরেছে বাংলাদেশ
খেলা ডেস্ক
২৩ আগস্ট ২০২৫, ১৭:৩১
১৫০ রানের আগে পুনরায় ইনিংস শেষ করার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে স্লগ ওভারে আফিফ-ইয়াসিরের দৃঢ়তায় লড়াকু পুঁজি পায় টাইগাররা। সবশেষ পাঁচ ওভারে ৭০ রান তুলেছিল সোহানের দল। তাতে ১৭৫ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে লড়াকু সংগ্রহের পরেও ৭ উইকেটে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
টপ এন্ড টি-টোয়েন্টির প্রথম পাঁচ ম্যাচের তিনটাই হেরেছিল বাংলাদেশ। সেমির লড়াইয়ে টিকে থাকতে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে আজ (শনিবার) নুরুল হাসান সোহানদের জিততেই হতো। পাশাপাশি নেট রানরেটের সমীকরণ মেলাতে পারলেই শেষ চারে খেলার সুযোগ ছিল। কিন্তু প্রয়োজনের কোনটাই না করে টুর্নামেন্ট থেকে আগেভাগেই বিদায় নিয়েছে বাংলাদেশ।
ডারউইনে আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। দলের হয়ে হয়ে ৫০ রান করেন জিশান আলম। ২৩ বলে অপরাজিত ৪৯ রান করেন আফিফ হোসেন। জবাবে খেলতে নেমে ১৮ ওভার এক বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স।
অ্যাডিলেডের দুই ওপেনার ম্যাককেঞ্জি হার্ভি ও জ্যাক উইন্টারের ব্যাটে উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়ার ক্লাবটি। শুরু থেকেই আগ্রাসী ব্যাট করতে থাকা হার্ভি ৫৩ বলে অপরাজিত ১০২ রান করেই মাঠ ছেড়েছেন। আরেক ওপেনার উইন্টার করেছেন ৩৫ বলে ৩৫ রান। এ ছাড়া ১৪ বলে অপরাজিত ২৫ রান করেছেন হ্যারি মেন্নাতি।
ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলে দলকে ভালো পুঁজি এনে দিয়েছিলেন জিশান ও আফিফ #TopEndT20
Posted by Khela.com on Saturday, August 23, 2025
অ্যাডিলেডের ব্যাটারদের কাছে টাইগার বোলাররা ছিলেন পুরোই নির্বিষ। অধিনায়ক সোহান সাতজন বোলার ব্যবহার করলেও কেউই দলকে জয় আনার মতো কিছু করতে পারেননি। বাংলাদেশের হয়ে ২৮ রানে ২ উইকেট পেয়েছেন পার্টটাইম বোলার সাইফ হাসান, একটি উইকেট পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে আবারও ঝলক দেখান ওপেনার জিশান আলম। আউট হওয়ার আগে ৩৮ বলে ৫০ রান করেছেন তিনি। বিপরীতে আরেক ওপেনার নাঈম শেখ ও তিনে নামা সাইফের ব্যাটিং ছিল কচ্ছপ গতির। নাইম ১৭ বলে ১৫ এবং সাইফ ১৯ বলে করেছেন ১৫ করে আউট হয়েছেন।
ব্যর্থতার পরিচয় দিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। গতকাল এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়া এই উইকেটরক্ষক ব্যাটার ৮ বলে করেছেন ৬ রান। এরপর শেষ ৫ ওভারে ৭০ রান তুলে স্কোরের চিত্র পরিবর্তন করেন আফিফ-ইয়াসির। আফিফ ২৩ বলে ৪৯ রান ও ইয়াসিরের ১৫ বলে করেছেন ২৫ রান।
এমআই