
এশিয়া কাপের আগে নতুন অ্যানালিস্ট নিয়োগ দিল বিসিবি
খেলা ডেস্ক
২৩ আগস্ট ২০২৫, ২০:০২
নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের আগে কোচিং স্টাফে নতুন মুখ যুক্ত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের অক্ষয় হিরামেথকে জাতীয় দলের নতুন কম্পিউটার অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। গত ২১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে কাজ শুরু করেছেন অক্ষয়।
সিলেটে বাংলাদেশ দলের চলমান প্রস্তুতি ক্যাম্পে ইতোমধ্যে সঙ্গে যোগ দিয়েছেন তিনি। জানা গেছে, বিসিবির সঙ্গে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন এই অ্যানালিস্ট। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অক্ষয়ের সঙ্গে তিন কিস্তিতে বার্ষিক ১৫ হাজার মার্কিন ডলারে (প্রায় ১৭ লাখ টাকা) চুক্তি হয়েছে।
এর আওতায় তিনি নিয়মিত দলের ডেটা অ্যানালাইসিস, ম্যাচ ট্রেন্ড পর্যবেক্ষণ এবং প্রতিপক্ষের বিপক্ষে কৌশল প্রণয়নে সহায়তা করবেন।
বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে এর আগেও কাজ করেছেন অক্ষয় হিরামেথ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ আসরে ফরচুন বরিশালের অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতাই হয়তো তাঁকে জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ এনে দিয়েছে।
বাংলাদেশ দল বর্তমানে সিলেটে প্রস্তুতি ক্যাম্পে রয়েছে। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। এরপর সেপ্টেম্বরের শুরুতেই শুরু হবে এশিয়া কাপ। এই দুটি বড় টুর্নামেন্ট সামনে রেখে অ্যানালিটিক্স টিমে নতুন সংযোজনকে ইতিবাচকভাবে দেখছে ক্রিকেটাররা।
এমআই