
সিটিকে হারিয়ে জয়ের ইতিহাসে ভাগ বসাল টটেনহাম
খেলা ডেস্ক
২৩ আগস্ট ২০২৫, ২০:৪৭
ঘরের মাঠে টটেনহামকে আটকাতে পারলো না ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে টটেনহামের বিপক্ষে ফের ২-০ গোলে পরাজয় বরণ করলো পোপ গার্দিওলার শিষ্যরা। স্প্যানিশ এই কোচের আমলে লিভারপুলের বিপক্ষেই সর্বোচ্চ ১০ বার হেরেছিল ম্যানচেস্টার সিটি। এবার সিটিকে ১০ ম্যাচ হারিয়ে জয়ের ইতিহাসে ভাগ বসাল টটেনহাম।
আজকের ম্যাচে টটেনহামের পরিকল্পনা ছিল পরিষ্কার—সিটির হাই লাইন ডিফেন্স ভেঙে ফেলা। সেই পরিকল্পনা দারুণভাবে কাজে লাগিয়েছেন কোচ টমাস ফ্রাঙ্ক। কুদুস আর ব্রেনান জনসনের প্রান্ত থেকে গতি, মাঝখানে রিচার্লিসনের বুদ্ধিদীপ্ত খেলায় প্রথমার্ধেই সিটি পড়ে যায় চাপে।
৩৫ মিনিটে রিচার্লিসনের পাসে জনসনের গোলেই এগিয়ে যায় টটেনহাম। যদিও লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলেছিলেন, কিন্তু ভিএআরে দেখা যায় গোলটি বৈধ। এরপর প্রথমার্ধের শেষ দিকে ট্রাফোর্ডের বড় ভুলে আসে দ্বিতীয় গোল—পাপে সার বল কাড়েন, রিচার্লিসনের শট ঠেকালেও ফিরতি বলে পালহিনহার গোল।
দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি সিটি। হলান্ডের হেড যায় বাইরে, আরেকবার ভালো সুযোগ নষ্ট করেন তিনি ও চেরকি। শেষ দিকে টটেনহামের কয়েকটি শট ঠেকিয়ে কিছুটা সুনাম রক্ষা করেন ট্রাফোর্ড।
গার্দিওলার ‘নতুন সাজানো’ সিটির সামনে আজ টটেনহাম তুলে ধরল পুরোনো সমস্যাগুলোর মুখ। বরং নিজেদের ভুলে আরও বড় ব্যবধানে হারতে পারত সিটি। ইউরোপিয়ান সুপার কাপে পিএসজির বিপক্ষে লিড হারানোর পর এবার টটেনহাম দেখাল ভুল থেকে শিক্ষা নেওয়া কীভাবে কাজে লাগাতে হয়।
এমআই