Advertisement
Us Bangla Airlines
আইসিসির এলিট আম্পায়ারসহ উইন্ডিজ সিরিজে থাকছেন যারা

আইসিসির এলিট আম্পায়ারসহ উইন্ডিজ সিরিজে থাকছেন যারা

খেলা ডেস্ক

১০ অক্টোবর ২০২৫, ১৩:১২

সাদা বলের ক্রিকেটে নতুন আরেকটি চ্যালেঞ্জ নিতে চলেছে বাংলাদেশ। অক্টোবরের মধ্যভাগে সাগরপাড়ের দেশ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসছে। টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দেশটি। এই সিরিজ ঘিরে গতকাল প্রকাশিত হয়েছে ম্যাচ অফিসিয়ালদের তালিকা।

এই সিরিজে দায়িত্ব পালন করবেন তিনজন বিদেশি ম্যাচ অফিসিয়াল। ইংল্যান্ডের ডিন কসকার সিরিজজুড়ে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন। আম্পায়ার হিসেবে থাকবেন ভারতের জয়ারমন মদনগোপাল ও নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। তাদের সঙ্গে থাকবেন বাংলাদেশের পাঁচজন অভিজ্ঞ আম্পায়ার। 

আইসিসির এলিট প্যানেলের সদস্য শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে থাকছেন মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। ১৮ অক্টোবর শুরু হওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন মদনগোপাল ও গাজী সোহেল। 

দ্বিতীয় ওয়ানডেতে গ্যাফানি ও তানভীর আহমেদ এবং তৃতীয় ওয়ানডেতে মাঠে থাকবেন মদনগোপাল ও মুকুল। প্রথম ও তৃতীয় ম্যাচে টিভি আম্পায়ার হবেন গ্যাফানি, চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ। দ্বিতীয় ওয়ানডেতে টিভি আম্পায়ার মদনগোপাল এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ অক্টোবর থেকে, চট্টগ্রামে। এই সিরিজের সব ম্যাচেই দায়িত্বে থাকবেন বাংলাদেশের আম্পায়াররা। প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান। দ্বিতীয় ম্যাচে মাঠে থাকবেন সৈকত ও মোর্শেদ আলী খান। তৃতীয় ম্যাচে থাকবেন সৈকত ও মুকুল।

প্রথম ম্যাচে তৃতীয় ও চতুর্থ আম্পায়ার থাকবেন যথাক্রমে তানভীর আহমেদ ও মুকুল। দ্বিতীয় ম্যাচে মুকুল হবেন তৃতীয় ও গাজী সোহেল চতুর্থ আম্পায়ার। শেষ ম্যাচে গাজী সোহেল থাকবেন তৃতীয় ও মোর্শেদ আলী খান চতুর্থ আম্পায়ার হিসেবে।

এমআই