Advertisement
Us Bangla Airlines
আয়ারল্যান্ডের তৃতীয় জয়, বাংলাদেশের চতুর্থ হার

আয়ারল্যান্ডের তৃতীয় জয়, বাংলাদেশের চতুর্থ হার

খেলা ডেস্ক

২৭ নভেম্বর ২০২৫, ২১:৪১

লক্ষ্যটা বড়ই বলা চলে। ১৮২ রান বাকিদের কাছে মাঝারি মনে হলেও বাংলাদেশের কাছে বড় লক্ষ্য। তাতে ম্যাচ জিততে রেকর্ড গড়তেই হতো টাইগারদের। ব্যাট হাতে লিটনরা রেকর্ড না গড়ে উল্টো লজ্জার রেকর্ডের সাক্ষী হলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটাতে হেরে বসেছেন লিটন-সাইফরা।

টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের টানা চতুর্থ হার। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এই ভেন্যুতে তিনটি ম্যাচই হেরেছিল লাল-সবুজের দল। চট্টগ্রামে পুনরায় কুড়ি ওভারের ক্রিকেটে হার হজম করল ফিল সিমন্সের শিষ্যরা। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে তৃতীয় জয়ের দেখা পেয়েছে আয়ারল্যান্ড।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টসে হেরে শুরুতে ব্যাটিং করে আইরিশরা। তাতে হ্যারি ট্যাক্টরের অপরাজিত ফিফটিতে ১৮১ রানের বড় সংগ্রহ পায় পল র্স্টালিংয়ের দল। জবাবে ব্যাটিং বিপর্যয়ে ১৪২ রানে থামে বাংলাদেশের ইনিংস। তাতে সিরিজের প্রথম ম্যাচে ৩৯ রানের জয় পায় সফরকারীরা।

এদিকে বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম ওভারেই তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। এরপরই চট্টগ্রামের পিচ হয়ে ওঠে যেন দুর্ভেদ্য। মাত্র ৫ রান করতেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। অধিনায়ক লিটন দাস ও ওপেনার পারভেজ হোসেন ইমন ফিরেছেন মাত্র এক রান করে। বড় রানের দেখা পাননি সাইফ হাসানও।

ম্যাককার্থির বলে বোল্ড হওয়ার আগে ১৩ বলে মাত্র ৬ রান করেছেন তিনি। এরপর ম্যাচের হাল ধরার চেষ্টা করেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। দুজন মিলে ৩৪ বলে করেছেন ৪৮ রানের জুটি। তবে ১২তম ওভারের প্রথম বলে মাত্র ২০ রান করে জাকের আউট হলেই আশা ভেঙে যায় বাংলাদেশের।

এরপর ব্যাট হাতে নামা তানজিম-রিশাদরাও রণভক্ষে দিয়েছেন। যদিও ম্যাচের শেষ পর্যন্ত একাই লড়াই করেছেন তাওহীদ হৃদয়। ৫০ বলে ৮৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। তাতেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রামে ৩৯ রানের হার দিয়েই সিরিজ শুরু করেছে লিটন দাসের দল।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টরের হাত ধরে দারুণ শুরু পায় আয়ারল্যান্ড। বড় হতে যাওয়া এই জুটি ভেঙেছেন তানজিম হাসান সাকিব। ২১ রান করে স্টার্লিং ফিরলে ভাঙে ৪০ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার টিম টেক্টর ৩২ রান করে আউট হয়েছেন।

তিনে নেমে দারুণ ইনিংস খেলেছেন হ্যারি টেক্টর। ৪৫ বলে অপরাজিত ৬৯ রান করেছেন তিনি। তার সামনে মোস্তাফিজ ছাড়া আর কোনো বোলারই সুবিধা করতে পারেননি। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহ পায় আইরিশরা। এ ছাড়া লরকান টাকার করেছেন ১৪ বলে ১৮ রান, শেষ দিকে ১৭ বলে ২৪ করেছেন কার্টিস ক্যাম্পার।

বাংলাদেশের হয়ে তানজিম সাকিব ২টি; শরীফুল-রিশাদ একটি করে উইকেট শিকার করেছেন।

এমআই