
বর্ষসেরা টেস্ট ইনিংসে মনোনয়ন পেলেন লিটনসহ ৫ ক্রিকেটার
খেলা ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫, ১৬:১০
২৬ রানে নেই ৬ উইকেট। এমন সমীকরণে নিশ্চিতভাবে ইনিংস ব্যবধানে পরাজয়ের প্রহর গুনেছিল বাংলাদেশ। কিন্তু খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেছিলেন লিটন কুমার দাস। সপ্তম উইকেট জুটিতে মিরাজের সঙ্গে গড়েন ১৬৫ রানের জুটি। শেষ পর্যন্ত ২২৮ বলে ১৩৮ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। আর বাংলাদেশ ম্যাচ জেতে ৬ উইকেটের ব্যবধানে। লিটনের এই ইনিংসটিই বর্ষসেরা টেস্ট ইনিংসে জন্য মনোনয়ন পেয়েছে।
ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় লিটনের সেই ইনিংসকে মনোনয়ন দেওয়া হয়। লিটন ছাড়াও ২০২৪ সালের সেরা টেস্ট ইনিংস বাছাইয়ের জন্য মনোনয়ন পেয়েছেন আরও চার ক্রিকেটার। যেখানে লিটনের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের অলি পোপ, ভারতের ইয়াশভি জয়সাওয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
পাকিস্তানের বিপক্ষে ২০০১ সাল থেকেই টেস্ট খেলছে বাংলাদেশ। তবে প্রথম জয়ের দেখা মিলেছে ২০২৪ সালে এসে। রাওয়ালপিন্ডিতে বাবর আজমদের বিপক্ষে প্রথম জয়ের পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করে বাংলাদেশ দল। যেখানে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিটন কুমার দাস।
এদিকে পোপের হায়দরাবাদ টেস্টে ভারতের বিপক্ষে করা ১৯৬ রানের ইনিংসটি মনোনয়ন পেয়েছে। আর জয়সাওয়ালের বিশাখাপত্তমে ইংল্যান্ডের বিপক্ষে করা ২০৯ রান, মুলতান টেস্টে ব্রুকের করা ৩১৭ রান ও ভারতের বিপক্ষে অ্যাডিলেডে হেডের করা ১৩০ রানের ইনিংসটি আছে এই সংক্ষিপ্ত তালিকায়।
এমআই