Advertisement
Us Bangla Airlines
ক্রিকেটে আসছে অদ্ভুত নিয়ম, এক বলেই আউট হবেন দুই ব্যাটার!

ক্রিকেটে আসছে অদ্ভুত নিয়ম, এক বলেই আউট হবেন দুই ব্যাটার!

খেলা ডেস্ক

২৪ জানুয়ারি ২০২৫, ২১:৫২

দিন বাড়তেই ক্রিকেট দুনিয়ায় মিলছে নতুনত্বের দেখা। ৬০ ওভারের ওয়ানডে ক্রিকেট এখন খেলা হচ্ছে ৫০ ওভারে। সেখানেও এসেছে নতুনত্ব। ৫০ ওভারের সাথে ২০ ওভারের ক্রিকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের যুগ শিগগিরই দুই দশকে পাড়ি দিতে যাচ্ছে। এসব পুরনো সংস্করণের মাঝে গেল কয়েক বছর ধরে দেখা মিলেছে টি-টেন ক্রিকেটের। এমনকি গত বছর হংকংয়ে ছয় ওভারের ক্রিকেটও খেলেছে বাংলাদেশ।

সংস্করণের ভিন্ন মাত্রায় ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা মিলে ভিন্ন নিয়ম। খেলার মাঝেই একাদশের বাইরের খেলোয়াড় নামতে পারবেন। পাওয়ার প্লে অংশ ভাগ করা হবে ফিল্ডার-ব্যাটারের মর্জিতে। ওভারের অন্তত দুটি বাউন্সার করা যাবে। আইসিসির নিয়ম বিরুদ্ধ এতসব নীতি দেখা মিলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। এবার সেখানে যুক্ত হচ্ছে, এক বলে দুই ব্যাটারকে আউট করার পদ্ধতি।

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগে (বিবিএল) এ নিয়ম আনতে চলেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এছাড়া প্রতিপক্ষের সিদ্ধান্তে শুধু ব্যাটিং করার জন্য একজন ক্রিকেটারকে নামানোর নিয়ম আনবে ফ্র্যাঞ্চাইজি লিগটি। এসব নিয়ে ইতোমধ্যে বিবিএলের উচ্চপর্যায়ের কর্তাদের বৈঠক হয়েছে বলে দাবি করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। সবকিছু চূড়ান্ত হলে আগামী মৌসুম থেকে এসব নিয়ম চালু হতে পারে।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম সূত্রে জানা যায়, এক বলে দুই ব্যাটার আউটের নিয়মের নাম ‘ডাবল প্লে রুল’। যদি দুই ব্যাটার একই সময়ে ক্রিজের বাইরে থাকেন, তা হলে একটি বলের সাহায্যে উভয় প্রান্তের উইকেট ভেঙে দিলে দুই ব্যাটারই আউট হয়ে যাবেন। সাধারণত রান-আউটের ক্ষেত্রে এই নিয়মের প্রয়োগ বেশি করে দেখা যেতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে একজনকে রান আউট করার পর একই বলে আর এক ব্যাটারকে রান আউট করা যায় না।

বিবিএলের আরেকটি নিয়মের নাম হল ‘ডেজিগনেটেড হিটার’। এই নিয়মে বিপক্ষ দলকে যে কোনো একজন ক্রিকেটারকে বেছে নিতে বলা হবে। তিনি শুধু ব্যাট করবেন। ফিল্ডিং না করলেও চলবে। তাঁর বদলে অন্য ফিল্ডার নামানো যাবে। তবে এসব নিয়ম নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা চললেও এখনো চূড়ান্ত হয়নি।

এমআই