Advertisement
Us Bangla Airlines
ক্যাচ ধরেই কোটি টাকা পেলেন দর্শক!

ক্যাচ ধরেই কোটি টাকা পেলেন দর্শক!

খেলা ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৩

বিপিএলের মৌসুমে বিভিন্ন দেশেও চলছে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। আবুধাবিতে আইএলটি-২০ এর সাথে দক্ষিণ আফ্রিকায় চলছে এসএ-২০। ইতোমধ্যে টুর্নামেন্টটির গ্রুপ পর্ব শেষ হয়ে নক আউট ম্যাচ চলছে। গতকাল মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে পার্ল রয়্যালসের বিপক্ষে খেলেছে এমআই কেপ টাউন। এই ম্যাচেই ক্যাচ ধরে কোটি টাকার বেশি পুরস্কার পেয়েছেন এমআইয়ের এক দর্শক।

গতকাল টস হেরে শুরুতে ব্যাট করতে নামে এমআই কেপ টাউন। প্রথম ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে মিচেল ওয়েনের বলে লেগ সাইডে বিশাল ছক্কা হাঁকান ডেওয়াল্ড ব্রেভিস। বল বাউন্ডারি ছাড়িয়ে উড়ে যায় গ্যালারিতে। ব্রেভিসের মারা সেই ছক্কা একহাতে তালুবন্দি করেন গ্যালারিতে থাকা এক দর্শক। তাতেই এসএ-২০ টুর্নামেন্টের নিয়মানুসারে ১ কোটি টাকার বেশি পুরস্কার পেয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার এই টি-টোয়েন্টি লিগের নিয়ম বলছে, কোনো দর্শক যদি ব্যাটসম্যানের মারা ছক্কা একহাতে ক্লিন ক্যাচ ধরতে পারেন, তাহলে তাকে দক্ষিণ আফ্রিকার মুদ্রায় ২ মিলিয়ন র্যান্ড পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৩০ লাখ ৭০ হাজার ২৫ টাকা। এক্ষেত্রে ক্লিন ক্যাচ ধরা জরুরি। বল কোথাও লেগে প্রতিহত হলে চলবে না। 

ক্যাচ ধরেছেন নীল টি-শার্ট পরিহিত দর্শক

এছাড়া অন্য কারও হাতে বা নিজের শরীরের অন্য কোথাও লাগার পরে বল তালুবন্দি করলেও পুরস্কার মিলবে না। এমনকি একাধিকবারের চেষ্টায় ধরা অর্থাৎ জাগলিং ক্যাচও পুরস্কারের জন্য বিবেচিত হবে না। অবশ্য ক্যাচ ধরা দর্শকের বয়স হতে হবে ১৮ বছরের উপরে। উল্লেখিত সব নিয়মই গতকাল মেনেছিলেন এমআইয়ের দর্শক। ফলে ঘোষিত পুরস্কার জিতেছেন তিনি।

ক্যাচটা অবশ্য ব্যাটার ব্রেভিসের চোখ এড়ায়নি। তিনি মাঠ থেকেই থাম্বস-আপে অভিনন্দন জানান সংশ্লিষ্ট দর্শককে। কেননা ব্রেভিসও বুঝে যান যে, এই ক্যাচে বিরাট অঙ্কের পুরস্কার জিতে নিয়েছেন সেই সমর্থক।

এর আগেও দর্শককে কোটি টাকা জেতার সুযোগ করে দিয়েছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এই সুযোগ করে দেন তিনি। ঘটনাটি উদ্বোধনী ম্যাচের প্রথম ইনিংসের ৭.১ ওভারে। সাইমন হারমারের বলে জোরালো পুলশট খেলেন ডেওয়াল্ড ব্রেভিস। বল উড়ে যায় বাউন্ডারি সীমানা পেরিয়ে দর্শকদের গ্যালারিতে। সানরাইজার্স ইস্টার্ন কেপের জার্সি পরা এক দর্শক সেই বলটি বাঁ-হাতে লুফে নেন। ফলে টুর্নামেন্টের নিয়মানুসারে এক হাতে ক্যাচ ধরায় ২ মিলিয়ন আফ্রিকান র্যান্ড জিতেন তিনি।

এমআই