Advertisement
Us Bangla Airlines
বিপিএলে বেড়েছে প্রাইজমানি, কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

বিপিএলে বেড়েছে প্রাইজমানি, কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

খেলা ডেস্ক

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। বিপিএলের শুরুর ম্যাচ থেকে শেষ পর্যন্ত মাঠের দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার আগে টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে বিসিবি। তাতেই প্রাইজমানি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

শুধু প্রাইজমানি নয়, এবার বাড়ানো হয়েছে পুরস্কারের ক্যাটাগরির সংখ্যাও। দল ও ব্যক্তিগত পর্যায়ে মোট ১০ ক্যাটাগরিতে পুরস্কার দেবে বিসিবি। আজ শিরোপা নির্ধারণী ম্যাচ শেষে এই পুরস্কার বিতরণ সারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

নতুন ঘোষণা অনুযায়ী, এবারের সর্বোচ্চ চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৫০ লাখ টাকা। গতবার চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ছিল ২ কোটি। এবার ৫০ লাখ টাকা বাড়ানো হয়েছে। প্রাইজমানির পরিমাণ বাড়ানো হয়েছে রানার্সআপ দলের ক্ষেত্রেও। ফাইনাল হারা দল এবার পাবে ১ কোটি ৫০ লাখ টাকা। যা গতবার ছিল ১ কোটি টাকা। অর্থাৎ তাদের জন্যও ৫০ লাখ টাকা বাড়ানো হয়েছে।

বদলে গেল বিপিএল ফাইনালের সময়

এছাড়া আসরের তৃতীয় ও চতুর্থ দলকে প্রাইজমানি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তৃতীয় হওয়া দল পাবে ৬০ লাখ টাকা। আর চতুর্থ হওয়া দল পাবে ৪০ লাখ টাকা। এলিমিনেটরে ম্যাচ হারা দল চতুর্থ এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের পরাজিত দল তৃতীয় হিসেবে বিবেচিত হবে।

এদিকে আসরের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা। আর ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ৫ লাখ টাকা। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও পাবেন সমান ৫ লাখ টাকা করে।

এবারের আসরে থাকছে ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। তরুণদের মধ্য থেকে আসরের সেরা পারফর্মার পাবেন ৩ লাখ টকা। আর সেরা ফিল্ডারও পাবেন ৩ লাখ টাকা।

এমআই