
লিজেন্ড লিগের একাদশে জায়গা পেলেন না সাকিব
খেলা ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৪
কথায় আছে- বিপদ যখন আসে, তখন সবদিক থেকেই আসে। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান যেন চর্তুমুখী বিপদের কবলে পড়েছেন। দেশে বিপিএল দামামার মাঝে নিজের দল ফাইনালে ওঠেছে। তবুও চিটাগং কিংসের একাদশে খেলার সুযোগ পাচ্ছেন না এই খেলোয়াড়। দেশের মাটিতে সাকিবের খেলার সুযোগ না আসার কারণ অবশ্য বাজে ফর্ম নয়, বরং নিরাপত্তাজনিত কারণ।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরেই সাকিবের পরিস্থিতি বদলে যায়। এরপর আর ঘরের মাটিতে ফিরতে পারেননি তিনি। জুলাই আন্দোলনের পর সাকিব দেশে না ফিরলেও পাকিস্তান এবং ভারতের মাটিতে টাইগারদের হয়ে টেস্ট খেলেছিলেন। দুই সফরের মাঝে খেলেছিলেন কাউন্টি লিগ। ইংল্যান্ডে খেলা সেই লিগই সাকিবের জন্য কাল হয়ে দাঁড়ায়।
দীর্ঘদিন পর কাউন্টি খেলতে যাওয়া সাকিব প্রথমবারের মতো বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন। এরপর অ্যাকশন নিয়ে টানা দুইবার পরীক্ষা দিলেও সাকিব আর পাস করতে পারেননি। পরীক্ষায় ব্যর্থ হওয়ায় সাকিবের বোলিং উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাতে বিদেশের স্বীকৃত ঘরোয়া লিগ এবং আন্তর্জাতিক ম্যাচে বোলিং করতে পারবেন না সাকিব।
বোলিং করতে না পারায় সাকিবকে চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির মতে, শুধু ব্যাটিং দিয়ে দলে জায়গা পাওয়ার যোগ্য নন এই অলরাউন্ডার। অবশ্য বিসিবির কথার যৌক্তিকতাও ছিল। লম্বা সময় ধরে ঘরোয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাটে হাতে সংগ্রাম করেছিলেন সাকিব আল হাসান।

চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা না পাওয়ায় সাকিব নাম দিয়েছিলেন লিজেন্ড-৯০ ক্রিকেট লিগে। সেখান থেকে সাকিবকে দলে ভিড়িয়েছে দুবাই জায়ান্টস। আজ বিকাল চারটায় রাজস্থান কিংসের সাথে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সাকিবের দল। কিন্তু সেখানেও জায়গা পেলেন না টাইগারদের বিশ্ব তারকা। দুর্ভাগ্যের মহারণে সাকিব এবার নিজেকে দুর্ভাগার তারকা ভাবতে পারেন।
এমআই