
রিশাদকে নিয়ে আশার গল্প শোনালেন ৩ ক্রিকেটার
খেলা ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৬
আইসিসি টুর্নামেন্টে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই পা রেখেছিল লেগ স্পিনার রিশাদ হোসেন। নিজের প্রথম আসরেই বিশ্ব দরবারে তাক লাগিয়ে দিয়েছিলেন এই ক্রিকেটার। কুড়ি ওভারের বিশ্বকাপে রিশাদ তুলেছিলেন ১৪ উইকেট। টি-টোয়েন্টি সংস্করণের পর এবার আইসিসির ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট খেলতে গিয়েছেন রিশাদ।
বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন এই লেগ স্পিনার। গতকাল পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৫ ওভারে ১ মেইডেনের পাশাপাশি ১৫ রান খরচ করেছেন তিনি। তবে দলকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু তুলে দিতে পারেননি রিশাদ হোসেন। তবুও এই লেগ স্পিনারকে দলের ‘গেম চেঞ্জার’ মনে করছে বাংলাদেশ দল।
আইসিসিকে দেওয়া এক ভিডিও বার্তায় রিশাদকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। যেখানে তার যুব দলের সতীর্থ তানজিম হাসান সাকিব বলেন, ‘আমার মনে হয় রিশাদ হোসেন আমাদের লেগ স্পিন অলরাউন্ডার। দলের জন্য সে বড় ভূমিকা রাখবে। রিশাদ সবসময় ব্রেক থ্রু দেয় এবং ব্যাট হাতে আমাদের প্রয়োজনের সময় রান করেছে।’
রিশাদকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকার। তার মতে, রিশাদ যেকোনো সময়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতার রাখেন। এই লেগ স্পিনারকে নিয়ে সৌম্য বলেন, ‘রিস্ট স্পিনাররা বরাবরাই গেম চেঞ্জার হিসেবে কাজ করে থাকে। রিশাদের দারুণ বোলিংয়ের দিকে আমরা তাকিয়ে আছি।’
পাকিস্তানের উইকেট সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে। তবে এসব উইকেটে বোলাররা খরুচে হলেও আলাদা মাত্রা যোগ করেন লেগ স্পিনাররা। রহস্যময় বোলারদের খেলতে গিয়ে মনোযোগ হারালে প্রায়ই উইকেট বিলিয়ে আসতে হয়। তাই রিশাদকে একটু আলাদা গুরুত্ব দিচ্ছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রিশাদকে নিয়ে নাজমুল বলেন, ‘রিশাদ ভালো বোলিং করলে আমরা ভালো অবস্থানে থাকব। কারণ, আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো। এই টুর্নামেন্টে রিস্ট স্পিনাররা বেশি গুরুত্বপূর্ণ। রিশাদ এই টুর্নামেন্টে কেমন বোলিং করে তা দেখতে উন্মুখ হয়ে আছি।’
এমআই