Advertisement
Us Bangla Airlines
‘পরের ম্যাচে ফিরতে সব কষ্ট সহ্য করতে চাই’

‘পরের ম্যাচে ফিরতে সব কষ্ট সহ্য করতে চাই’

খেলা ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৮

ক্যারিয়ারের ২৯টি ওয়ানডে ইনিংস খেলে ফেললেও শতকের দেখা পাচ্ছিলেন না বাংলাদেশের পোস্টার বয় তাওহিদ হৃদয়। আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৯২ রানে কাটা পড়েন তিনি। গেল বছর শ্রীলঙ্কার বিপক্ষে ৯৬ অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয় এ ব্যাটারকে। এবার ভারতের বিপক্ষে পেয়ে গেলেন কাঙ্ক্ষিত শতকের দেখা।

চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় আসরে ভারতের মতো দলের সঙ্গে সেঞ্চুরি করা হৃদয়কে উঠতি তারকা হিসেবে পরিচয় করিয়ে দেয়। শতকটা এমন সময় এসেছিল, যখন বাংলাদেশ ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ডে পড়ার শঙ্কায় ভুগছে। সেখান থেকে দলকে টেনে এনে সম্মানজনক স্কোর উপহার এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে শতক করে ভক্তদের হৃদয় জিতেছেন তাওহিদ।

অভিষেক ম্যাচেই হৃদয়-জাকেরের ব্যাটে যত রেকর্ড

ক্র্যাম্পিং ভোগা হৃদয় এমন পর্যায়ে চলে গিয়েছিলেন, যেখান থেকে মাঠে দাঁড়িয়ে থাকা তার জন্য কষ্টকর ছিলো। এরপর ফিল্ডিংয়ের সময় এ ব্যাটারকে আর বাইশ গজে দেখা যায়নি। হৃদয়ের না থাকায় ইনজুরি নিয়ে বড় শঙ্কা দেখা গিয়েছিল। যদিও সেটাকে পাত্তাই দিলেন না এই ক্রিকেটার। নিজের ফেসবুকে পরবর্তী ম্যাচ খেলার প্রত্যয় জানিয়েছেন তাওহিদ।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক ক‍্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়। শতরানের জন‍্য আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই, তবে মন খারাপ। হয়তো আমি আরো একটু ভালো খেললে দলের জন‍্য আরো ভালো হতো।’

ইনজুরির বিষয়ে হৃদয় ফিরে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘পরের ম‍্যাচে ফিরতে চাই, তারজন‍্য যত কষ্টই সহ‍্য করতে হোক না কেনো।’

এমআই