
মাহমুদউল্লাহ অবসর নিবেন কবে, জানালো বিসিবি
খেলা ডেস্ক
০৭ মার্চ ২০২৫, ১৮:৫৪
শরীরী ভাষায় বয়সের ছাপ, পারফরম্যান্সও তলানির দিকে। চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে পারফরম্যান্সের পর মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়ে ক্রিকেট পাড়ায় বেশ রব ওঠেছে। ভক্ত-সমর্থকদের সমালোচনা মুশফিকের কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছিল। ফলে পড়ন্ত বেলায় সমালোচনার কাছে পরাজিত হয়ে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
মুশফিকের বিদায়ী ঘোষণায় তোপের মুখে পড়েছেন বাংলাদেশের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সতীর্থের বিদায়ে শুভেচ্ছা জানাতে গিয়ে সামাজিক মাধ্যমে দ্রুতই অবসর নেওয়ার পরামর্শ শুনেছেন ৪০ বছরে পা রাখা এই ক্রিকেটার। বিসিবিও অভিজ্ঞ এই ক্রিকেটারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় মাহমুদউল্লাহকে দেখছে না বিসিবি। ফলে অবসর প্রসঙ্গে এই ক্রিকেটারের ভবিষ্যত অবস্থান জানতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব ঠিক থাকলে খুব শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক নাজমূল আবেদীন ফাহিম।
রিয়াদের অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘মাহমুদউল্লাহর সঙ্গে আলোচনা হয়েছে। আমরা আমাদের পরিকল্পনা তাকে জানিয়েছি। সে তারটা জানিয়েছে। তার একটি পরিকল্পনা রয়েছে। আলোচনা ভালো জায়গায় এলে আমরা বলতে পারব কবে সে বিদায় নেবে।’
উল্লেখ্য, মাহমুদউল্লাহ ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায়। উভয় সংস্করণকে বিদায় জানাতে মাঠকেই বেছে নিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। বর্তমানে চালিয়ে যাওয়া একমাত্র ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নিতে হয়তো নিজের কর্মক্ষেত্রকেই বেছে নিবেন এই ক্রিকেটার।
এদিকে মাঠ থেকে মুশফিককে বিদায় জানাতে চেয়েছিল বিসিবি। নাজমূল আবেদীন বলেন, ‘অবসর নেওয়ার আগে আমাদের সঙ্গে কথা বলেছে মুশফিক। আমাদের ইচ্ছা ছিল মাঠ থেকে তাকে বিদায় দেওয়ার। কিন্তু তার উপলব্ধি, ওয়ানডে ম্যাচ কাছাকাছি নেই। এজন্য দ্রুত বিদায় নিতে চেয়েছে।’
তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে মুশফিক এখনো প্রধান খেলোয়াড়। সামনের ম্যাচগুলোতে যদি ভালো ব্যাটিং গড় হয় ওর, আমি খুবই খুশি হব। মুশফিকের এখনো টেস্ট ফরম্যাট বাকি। আমাদের ইচ্ছা যে কোনো ক্রিকেটার বিদায় নিলে তাকে যথাযথ সম্মান দেওয়া।’
এমআই