Advertisement
Us Bangla Airlines
জাতীয় দলে বেতন বাড়লেও উপেক্ষিত প্রথম শ্রেণির ক্রিকেট!

জাতীয় দলে বেতন বাড়লেও উপেক্ষিত প্রথম শ্রেণির ক্রিকেট!

খেলা ডেস্ক

১২ মার্চ ২০২৫, ১৬:০৮

খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে কয়েকদিন আগে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। চ্যাম্পিয়নস ট্রফিতে ডাহা ব্যর্থ হওয়ার পরেও বেতন বাড়ছিল শান্ত-মুশফিকদের। মাসিক বেতন আর ম্যাচ ফি’র টাকা মিলিয়ে জাতীয় দলের টেস্ট ফরম্যাটের ক্রিকেটারদের বছরে প্রায় কোটি টাকা উপার্জনের সুযোগ তৈরি হয়েছে।

জাতীয় দলে ক্রিকেটার ওঠে আসার উৎস প্রথম শ্রেণির ক্রিকেট। কিন্তু সেখানে বিসিবির দৃশ্যমান কোনো নজর নেই। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটে চুক্তিভুক্ত হওয়া ক্রিকেটারদের বেতন নিয়ে মাথাব্যথা নেই দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার। পারফরম্যান্সে ভাটা পড়া জাতীয় দলের বেতন বাড়লেও প্রথম শ্রেণির ক্রিকেট এবারও উপেক্ষিত। 

বিজয়ের মাসে এনামুলের ব্যাটে ২ সেঞ্চুরি

সূত্র জানায়, এ বছর নতুন করে প্রথম শ্রেণির ক্রিকেটারদের আর বেতন বাড়ায়নি বিসিবি। প্রথম শ্রেণির ক্রিকেটারদের চুক্তি থাকা সর্বোচ্চ ‘এ’ গ্রেডের একজন ক্রিকেটার পাচ্ছেন ৩৫ হাজার টাকা, ‘বি’ গ্রেডে থাকা ক্রিকেটার পাচ্ছেন ৩০ হাজার টাকা আর ‘সি’ গ্রেডের ক্রিকেটারদের বেতন ২৫ হাজার টাকা। এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, মোহাম্মদ মিঠুনরা আছেন ‘এ’ গ্রেডে। 

এ নিয়ে কিছুটা অসন্তুষ্টি কাজ করছে অনেক ক্রিকেটারের মনে। এমনকি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে কথা বলেও তেমন কোনো পরিবর্তণ আসেনি। 

৩৫৩ দিয়ে শুরু, ১২৮ রানে শেষ!

এদিকে বেতন না বাড়লেও এবার প্রথম শ্রেণির ক্রিকেটারদের চুক্তির তালিকা আরেকটু বড় করেছে বিসিবি। গত বছর যেখানে চুক্তিতে ৮৪ ক্রিকেটার ছিলেন, এবার সেখানে আরও ১৬ জন বেড়ে হয়েছে ১০০ জন। এছাড়া ম্যাচ ফি বেড়েছে ১৫ শতাংশ। 

এমআই