
বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের ম্যাচের সূচি জানাল বিসিবি
খেলা ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ০০:১২
বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচের এই সিরিজ দেশের তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।
আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’। এই ম্যাচের পর দুদিন বিরতি পাচ্ছে দল দুটি। ১০ মে সিলেট আউটার স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে।
ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের দুটি চার দিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হওয়া প্রথম চার দিনের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২১ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। কিন্তু ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত করা হয়। এবার সেই সিরিজটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ম্যাচ | তারিখ | ভেন্যু |
---|---|---|
প্রথম ওয়ানডে | ৫ মে | সিলেট |
দ্বিতীয় ওয়ানডে | ৭ মে | সিলেট |
তৃতীয় ওয়ানডে | ১০ মে | সিলেট আউটার |
প্রথম চারদিনের ম্যাচ | ১৪ মে | সিলেট |
দ্বিতীয় চারদিনের ম্যাচ | ২১ মে | মিরপুর |