Advertisement
Us Bangla Airlines
ডিপিএলের নতুন লক্ষ্য জানিয়ে নিজেকে চ্যালেঞ্জ নাঈমের

ডিপিএলের নতুন লক্ষ্য জানিয়ে নিজেকে চ্যালেঞ্জ নাঈমের

খেলা ডেস্ক

২১ মার্চ ২০২৫, ১৭:৩৪

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে ইতিহাস গড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ক্লাবটি সংগ্রহ করেছে ৪২২ রান। ডিপিএলের ইতিহাসে এক ইনিংসে এত রান আগে দেখেনি কেউ। এই রেকর্ডের মূল নায়ক বাঁহাতি ওপেনার নাইম শেখ। সেই ম্যাচে ১৮ বাউন্ডারি আর ৮টি ছক্কায় ১২৫ বলে ১৭৬ রান করেছেন এই ব্যাটার।

সবমিলিয়ে ডিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলা নাইম ৫৯.১৭ গড়ে করেছেন ৩৫৫ রান, স্ট্রাইক রেট ১১২.৩৪। তবে এখানেই থেমে থাকতে চান না প্রাইম ব্যাংকের ওপেনার। ডিপিএলে নিজেকে ছাড়িয়ে যেতে নতুন লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। একইসঙ্গে এই লক্ষ্যকে নিজের কাছে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই ক্রিকেটার।

সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের লক্ষ্য জানিয়ে নাইম শেখ লিখেন, ‘আমি চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ১০০টি চার ও ৫০টি ছক্কা হাঁকাতে চাই। আমার চ্যালেঞ্জ আমার নিজের সাথে। আমি কী করতে পারব? আপনি কি মনে করেন?’

পোস্টের মন্তব্য বক্সে অধিকাংশ ভক্তই নাইমের হয়ে কথা বলেছেন, আত্মবিশ্বাস জুগিয়েছেন। তাদের প্রত্যাশা নাইম তার লক্ষ্য অর্জনের মাইলফলক ছুঁতে পারবেন। কমেন্ট বক্সে মোহাম্মদ জিলানি নামের একজন লিখেছেন, ‘পরিশ্রম কখনো বৃথা যায় না। আপনি একজন পরিশ্রমী ক্রিকেটার। আপনি তার প্রতিদান শিগগিরই পাবেন ইনশাআল্লাহ।’

ডিপিএলে ১৭৬ রান করে ‘মিরপুর কিং’ বনে গেলেন নাইম শেখ

এদিকে লক্ষ্য পূরণে প্রায় এক চতুর্থাশং মাইলফলক ছুঁয়েছেন নাইম শেখ। ডিপিএলে ইতোমধ্যে ৩৪টি চার ও ১৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তবে টুর্নামেন্ট শেষে জানা যাবে, নিজেকে দেওয়া চ্যালেঞ্জে কতটা সফল হতে পারলেন নাইম শেখ।

উল্লেখ্য, নভেম্বরে জাতীয় লিগের প্রথম শ্রেণির ম্যাচে ৪৭১ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন নাইম। গত ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টিতে ৩১৬ রান করে আবারও সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন এই ক্রিকেটার। সবশেষ বিপিএলে ৫১১ রান করে যথারীতি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন তিনি।

এমআই