
ফের সারের হয়ে খেলবেন কি সাকিব?
খেলা ডেস্ক
২২ মার্চ ২০২৫, ১৮:৪০
ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সারেকে দীর্ঘদিন মনে রাখবেন সাকিব আল হাসান। দীর্ঘ ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে যে কলঙ্ক সাকিবকে কখনো ছোঁয়নি, সারের হয়ে খেলতে গিয়ে সেটাই মিলেছে। একই কারণে টানা তিন মাস বোলিংয়ে নিষিদ্ধ ছিলেন সাকিব। এমনকি জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলতে পারেননি তিনি।
কারণটা সবারই জানা। গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেই ম্যাচে দুই ইনিংসে ৬০ ওভারের বেশি বল করে ৯ উইকেট পেয়েছিলেন তিনি। কিন্তু ম্যাচের দুই আম্পায়াররা তার বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট করেন। তাতেই বাড়ে বিপত্তি। ইংলিশদের টুর্নামেন্টে খেলতে সাকিবকে দিতে হয় বোলিং পরীক্ষা।
কিন্তু ইংল্যান্ড এবং ভারতে দুইবার বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দেওয়ার পরেও পাস করতে পারেননি সাকিব। তৃতীয় দফায় অবশেষে সন্দেহজনক অ্যাকশন থেকে মুক্তি মিলেছে তার। সেটাও আবার সারের হেড কোচ গ্যারেথ ব্যাটির প্রশিক্ষণে।
সারের কোচদের সঙ্গে কাজ করার সময় সাকিব সারের সুযোগ-সুবিধা ব্যবহার করায়, এমন ধারণা তৈরি হয়েছিল যে সাকিব হয়তো এই মৌসুমে সারের হয়ে আবার খেলতে পারেন। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন গ্যারেথ ব্যাটি। তিনি বলেন, ‘এই বছর সাকিব আল হাসানকে দলে খেলানোর কোনো পরিকল্পনা তাদের ছিল না, তবে তিনি এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়েও দিচ্ছেন না।’
গতকাল শুক্রবার সাকিবের সঙ্গে কাজ করা নিয়ে ব্যাটি বলেন, ‘সাকিবের কাছ থেকে আমার কাছে একটি ফোন কল এসেছিল। তিনি তার অ্যাকশন সংশোধন করার জন্য কিছু কাজ করতে চেয়েছিলেন। যখন তিনি আমাদের হয়ে খেলছিলেন, তখন তার অ্যাকশন যথাযথ ছিল না বলে চিহ্নিত করা হয়েছিল। তাকে সাহায্য করার ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ ছিল না, আমি তাকে সাহায্য করতে যাচ্ছিলাম।’
এমআই