Advertisement
Us Bangla Airlines
তামিমের সুস্থতা কামনায় যা লিখলেন বাবর

তামিমের সুস্থতা কামনায় যা লিখলেন বাবর

খেলা ডেস্ক

২৬ মার্চ ২০২৫, ১৬:০৯

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে গিয়ে গত সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা থেকে তামিম পরপর দুই বার হার্ট অ্যাটাক করেছেন তিনি। পরে হার্টে ব্লক ধরা পড়ার পর সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে তাকে রিংও পরানো হয়। বর্তমানে অনেকটা শঙ্কামুক্ত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

গতকাল কেপিজে হাসপাতাল থেকে তামিমকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য তামিমকে থাইল্যান্ডেও পাঠাতে হতে পারে বলে জানা গেছে। এর মাঝে তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাবর আজম। গত ২৫ মার্চ রাতে বাবর তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘দ্রুত সেরে ওঠো।’ এই লেখার সঙ্গে মোনাজাতের ইমোজিও যুক্ত করেছেন তিনি।

শুধু বাবর নন, আরো বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটার তামিমের সুস্থতা কামনা করেছেন। যুবরাজ সিং লিখেছিলেন, ‘তামিম ও তার পরিবারের প্রতি আমার দোয়া ও শুভকামনা। আগেও তুমি কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করেছো এবং শক্তিশালী হয়ে ফিরে এসেছো। এবারো ভিন্ন কিছু হবে না। দোয়া করছি দ্রুত সুস্থ হয়ে ওঠো। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।’

সিকান্দার রাজা লিখেছিলেন, ‘তামিম ভাইয়ের অসুস্থতার খবর শুনতে পাচ্ছি। তোমার জন্য দোয়া রইল ভাই। আল্লাহ যেন তোমাকে সুস্বাস্থ্য দান করেন এবং তোমার প্রিয়জনদের মাঝে হাসিমুখে ফিরিয়ে দেন। এই বার্তা যিনিই দেখবেন অনুরোধ করছি তামিম ভাইয়ের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ।’

ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি লিখেছেন, ‘এই লড়াইটা তোমাকে জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে। প্রার্থনা।’

এমআই