Advertisement
Us Bangla Airlines
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ পেরিয়ে বাসায় ফিরলেন তামিম

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ পেরিয়ে বাসায় ফিরলেন তামিম

খেলা ডেস্ক

২৮ মার্চ ২০২৫, ১৬:১৫

খেলতে গিয়েছিলেন বিকেএসপির ৩নং মাঠে। গত সোমবার শাইনপুকুরের বিপক্ষে সেই ম্যাচ খেলা শেষে বাসায় ফেরার কথা ছিল তামিম ইকবালের। এরপর চার দিন পেরিয়ে গেলেও ঘরে ফেরা হয়নি বাংলাদেশ ক্রিকেটের তারকা ব্যাটারের। এরমাঝে গুরুতর অসুস্থতায় লাইফ সাপোর্ট, আইসিইউ, সিসিইউতে ঘুরে এসেছেন তিনি। এর মাঝে যম দুয়ারও দেখে ফেলেছেন এই ক্রিকেটার। 

পরে শারিরীক অবস্থার উন্নতির পর সাভারের হাসপাতাল বদলে রাজধানীর এভারকেয়ারে স্থানান্তরিত হয়েছেন তিনি। অতঃপর বিকেএসপিকে খেলতে আসার ৫ দিন পর আজ বাসায় ফিরলেন তামিম ইকবাল। শুক্রবার দুপুরের দিকে তামিম হাসপাতাল ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন বিসিবির একজন চিকিৎসক।

বুকে ব্যথা থেকে লাইফ সাপোর্ট, তামিমের হয়েছিল কী?

বিসিবির ওই চিকিৎসক বলেন, ‘বর্তমানে তামিম ইকবাল সব দিক থেকেই ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে গেছেন। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।’

শারীরিক সুস্থতার পর এবার আলোচনায় তামিমের ক্রিকেটে ফেরার প্রসঙ্গ। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এ প্রসঙ্গে বলছিলেন, ‘ক্রিকেটে তিনি (তামিম) ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারবে।’

তামিমের জীবনযাপনের ধরনে পরিবর্তনের পরামর্শ নিয়ে তিনি বলছিলেন, ‘এমন হার্ট অ্যাটাকের পর এসব রোগীদের খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে। ব্লক না হলেও হতে পারে। তাই ওনাকে অ্যাসেস করতে হবে, নিয়মিত ফলোআপে থাকতে হবে। লাইফস্টাইল বদলাতে হবে, মোটিভেশন করতে হবে। ডায়েট, ডিসিপ্লিন —তামিমের টিম ও তামিমের পরিবার এবং তামিমকে নিজেরও আমাদের সঙ্গে কো-অপারেট করতে হবে।’

লাইফ সাপোর্টে তামিম ইকবাল!

উল্লেখ্য, গেল সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপিতে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম ইকবাল। বুকে ব্যথা নিয়ে পার্শ্ববর্তী কেপিজি স্পেশালাইজড হাসপাতালে যান তিনি। পরে জানা যায়, হাসপাতালে যাওয়ার পথেই দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর সেখানে রিংও পরানো হয়।

এমআই