Advertisement
Us Bangla Airlines
হেডের মাথা ব্যথার ‘বড় কারণ’ মিচেল স্টার্ক

হেডের মাথা ব্যথার ‘বড় কারণ’ মিচেল স্টার্ক

খেলা ডেস্ক

৩০ মার্চ ২০২৫, ১৮:১৭

জাতীয় দলে একসাথে খেলেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড এবং পেসার মিচেল স্টার্ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং ঘরোয়া ক্রিকেট ছাড়া উভয়ের প্রতিপক্ষ হওয়ার সুযোগ নেই। কিন্তু স্বীকৃত ক্রিকেটে যতবারই ব্যাট হাতে স্টার্কের সামনে পড়েছেন, ততবারই মুখ থুবড়ে পড়েছেন বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেড।

আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে স্টার্কের ২ বলে শূন্য রানে আউট হয়েছিলেন অজি ওপেনার। চলতি আসরে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা মিলেছে। আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১২ বলে ২২ রান করে আউট হন সানরাইজার্স হায়দরাবাদ ওপেনার হেড।

এই ম্যাচের আগে স্বীকৃত ক্রিকেটে সাতবার স্টার্কের মুখোমুখি হয়েছিলেন ট্রাভিস হেড। তাতে ২৯ বল মোকাবিলায় মাত্র ৮ রান করেছেন এই বাঁহাতি। বিধ্বংসী এই ব্যাটার স্টার্কের বিপক্ষে এখন পর্যন্ত কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি। স্টার্কের বিপক্ষে ৭ বারের মোকাবিলায় ৫ বার আউট হয়েছেন হেড। যার চারটিতে শূন্য রানে, তিনবার প্রথম বলে। পাঁচ আউটের চারটিতেই হন বোল্ড, একটিতে কট বিহাইন্ড।

সবমিলিয়ে স্টার্কের বিপক্ষে ৮ ম্যাচে ৩৪ বলে হেডের রান এখন ১৮, আউট ৬ বার। এর মধ্যে আইপিএলে দুইবারের মুখোমুখিতে ২ বারই স্টার্কের কাছে উইকেট বিলিয়েছেন ট্রাভিস হেড। এমনকি স্টার্কের ১০ বলের বিপরীতে মাত্র ৭ রান নিতে পেরেছেন এই ব্যাটার। তাতে হেডের মাথা ব্যথার ‘বড় কারণ’ হয়ে দাঁড়িয়েছেন জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্ক।

এদিকে ট্রাভিস হেডকে ধরাশায়ী করার দিনে অস্ট্রেলিয়ার চতুর্থ বোলার হিসেবে ‘ফাইফার’ নেওয়ার মাইলফলক অর্জন করেছেন মিচেল স্টার্ক। এছাড়া বাঁহাতি পেসার হিসেবে ৫ উইকেট নেওয়া ৫ম বোলার তিনি। আইপিএলের দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তিতে নাম লিখিয়েছেন এই অজি পেসার।

এছাড়া দিল্লি ক্যাপিটালসের হয়ে দ্বিতীয় সেরা বোলিং ফিগারের মালিক ট্রাভিস হেড। টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে কখনোই ফাইফারের দেখা পাননি অস্ট্রেলিয়ার এই তারকা পেসার।

এমআই