Advertisement
Us Bangla Airlines
ডিপিএলেও পারিশ্রমিক বিতর্ক, ক্রিকেটারদের অনুশীলন বর্জন!

ডিপিএলেও পারিশ্রমিক বিতর্ক, ক্রিকেটারদের অনুশীলন বর্জন!

খেলা ডেস্ক

০৯ এপ্রিল ২০২৫, ১৬:০৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বর্জন করেছিল ফ্র্যাঞ্চাইজি দল দুর্বার রাজশাহী। প্রায় দুই মাস আগে বিপিএল শেষ হলেও এখন পর্যন্ত কাটেনি পারিশ্রমিক বিতর্ক। টুর্নামেন্টের শেষবেলায় সেই বিতর্কে যোগ দিয়েছিল আরেক ফ্র্যাঞ্চাইজি দল চিটাগং কিংস।

বিপিএলে প্রথমবারের মতো আনা হোস্ট, মেন্টর শহীদ আফ্রিদি ও ক্রিকেটারদের পাওনা নিয়ে এখনো ইঁদুর-বিড়াল খেলা করছে চিটাগং দল। তবে এর মাঝেই পারিশ্রমিক ইস্যুতে নতুন বিতর্কের দেখা মিলেছে। ওয়ানডে ফরম্যাটে দেশের ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর ডিপিএলেও টাকা পাচ্ছে না ক্রিকেটাররা।

পারিশ্রমিক না পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। একই কারণে দলটির বেশির ভাগ ক্রিকেটারই আনুষ্ঠানিক অনুশীলন বয়কট করেছে বলে জানা গেছে। এমনকি ক্লাবের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় ক্রিকেটাররা বিসিবিতেও চিঠি দিয়েছে।

 এদিকে ক্রিকেটারদের অনুশীলন বর্জনের কথা অস্বীকার করে পারটেক্স দলের কর্মকর্তা সাজ্জাদ জানিয়েছেন, ‘আজ মিরপুরে মাঠের অনুশীলন করেনি পারটেক্স। কেবল জিম সেশন শেষ করেছে তারা। তবে অনুশীলন বর্জন কিছু হয়নি এমন। গরমের কারণে অনুশীলন করেনি, জিম করেছে। কাল তারা মাঠে নামবে কোনো সমস্যা নেই।’

তিনি বলেন, ‘টাকা পয়সার যে বিষয়টি আমরা তো ভালো করতে পারেনি। তাদের ৬০ শতাংশ পেমেন্ট পরিশোধ করা হয়েছে। বাকিটাও দ্রুত করা হবে। এটা নিয়ে তারা হয়তো ভাবছে, তবে এটা ক্লিয়ার হয়ে যাবে।’

পারটেক্স দলে খেলছেন জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ সাব্বির রহমান। এছাড়া দলটির নেতৃত্ব সামলাচ্ছেন ঘরোয়া লিগের পরিচিত মুখ অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। চলতি ডিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে মোটে ২টিতে জয়ের দেখা পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।

এমআই