
পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ, সম্ভাব্য সময়সূচি প্রকাশ
খেলা ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ১৮:৩৭
যুক্তরাষ্ট্রে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। এক বছর বিরতি দিয়ে আগামী বছর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে টাইগাররা। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বিশ্বকাপে খেলবে লাল-সবুজের দল। বিশ্ব মঞ্চের এই আয়োজনকে সামনে রেখে আগাম প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ।
পাকিস্তানে চলতি বছরের মে মাসে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে ওয়ানডের পরিবর্তে সবগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চায় পাকিস্তান। কুড়ি ওভারের বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের প্রস্তাবে রাজি হয়েছে বিসিবি। তাতে পাকিস্তান সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।
পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১৭ বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে কোনো আন্তর্জাতিক ম্যাচ। ২০০৮ সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত আছে এই স্টেডিয়ামে। সবশেষ সেই ম্যাচেও ছিল বাংলাদেশ। ১৭ বছর পর ফয়সালাবাদে প্রত্যাবর্তনের ম্যাচেও থাকবে টাইগারদের নাম।
পিসিবির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৫ মে এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত তথ্য জানায়নি পিসিবি।
আইসিসির এফটিপির বাইরে জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। সেখানে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে উভয় দল। বিসিবি ও পিসিবির সভাপতি গত মাসে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে এই আলোচনা করেছিলেন।
বিসিবির এক মুখপাত্রের সূত্রে জানা গেছে, পাকিস্তানের সঙ্গে ঢাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে পারে। এসব ম্যাচের সম্ভাব্য সময়- ২০, ২২ ও ২৪ জুলাই। তবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়।
এমআই