Advertisement
Us Bangla Airlines
হোয়াইটওয়াশ হওয়া সিরিজে রিজওয়ানদের ‘হ্যাটট্রিক’ শাস্তি!

হোয়াইটওয়াশ হওয়া সিরিজে রিজওয়ানদের ‘হ্যাটট্রিক’ শাস্তি!

খেলা ডেস্ক

০৭ এপ্রিল ২০২৫, ১৭:০৮

চ্যাম্পিয়নস ট্রফির ফর্মটাই যেন নিউজিল্যান্ডে টেনে এনেছিল পাকিস্তান। কিউইদের তারকাবিহীন দলের সঙ্গে পাত্তাই পায়নি সালমান-রিজওয়ানের দল। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। ওয়ানডে সিরিজের অবস্থা আরও নাজুক। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে দেশে ফিরেছে রিজওয়ানের দল।

কিউইদের বিপক্ষে প্রায় ৭ বছর পর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। দুঃস্বপ্নের এই সিরিজে তিন ম্যাচেই জরিমানার কবলে পড়েছে রিজওয়ানরা। ৩ ওয়ানডের তিনটিতেই স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)

জরিমানার কবলে পাকিস্তানের ক্রিকেটাররা, কারণ কী?

সিরিজের শেষ ওয়ানডেতে মন্থর ওভারের কারণে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইসিসি। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ম্যাচ ফির ১০ ও দ্বিতীয় ম্যাচে ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে হ্যাটট্রিক জরিমানার কবলে পড়লো পাকিস্তান

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি-এর ৫ শতাংশ করে জরিমানা করা হয়। নির্ধারিত সময়ে পাকিস্তান এক ওভার কম বোলিং করেছিল। ফলে সিরিজে শেষ ম্যাচেও জরিমানার কবলে পড়েছে পাকিস্তান।

ভারতের কাছে হারায় বাবর-শাহিনদের ধুয়ে দিচ্ছেন সাবেকরা

মন্থর ওভারের কারণে মাঠের আম্পায়ার ক্রিস ব্রাউন ও পল রাইফেল, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার পল রাইফেল এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন অভিযোগ এনেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। পাকিস্তান অধিনায়ক রিজওয়ান দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।

মাউন্ট মঙ্গানুইয়ে পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নেমেছিল পাকিস্তান। পরে বাজে আউটফিল্ডের কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪২ ওভারে নিয়ে আসা হয়। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৪২ ওভারে ৮ উইকেটে করেছে ২৬৪ রান। জয়ের লক্ষ্যে নামা পাকিস্তান ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়। 

এমআই