Advertisement
Us Bangla Airlines
সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক

১০ জুন ২০২৫, ১৯:৫৪

ম্যাচের ৪৫ মিনিটে গোল পেল সিঙ্গাপুর। বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে জালে বল জড়ায় সফরকারীরা। তাতে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের সি গ্রুপে প্রথম গোলের দেখা মিলেছে। সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে হ্যাভিয়ের কাবরেরা দল।

সিঙ্গাপুরের তুলনায় আক্রমণভাগে এগিয়ে ছিল বাংলাদেশ। ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে এবারও গোলের দেখা পাননি কাবরেরার শিষ্যরা। ম্যাচের ৩০ মিনিটের মধ্যে একাধিকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কিংসের স্ট্রাইকার রাকিব। তরুণ ফাহামিদুলও সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারেননি।

গোল হজম করা বাংলাদেশের হয়ে প্রথমার্ধে আলো কেড়েছিলেন অভিষিক্ত সামিত সোম। কমপক্ষে পাঁচটি আক্রমণের উৎস ছিলেন এই কানাডিয়ান প্রবাসী ফুটবলার। কিন্তু সামিতের কোনো সুযোগই ঠিকঠাক কাজে লাগাতে পারেনি কাবরেরার দুই ফরোয়ার্ড রাকিব–ফাহামিদুল।

বাংলাদেশি ফুটবলাররা সুযোগ কাজে লাগাতে না পারলেও সিঙ্গাপুর সদ্বব্যবহার করেছে। ম্যাচের ৪৫ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে গোল আদায় করেছে তারা।

বাংলাদেশের গোলপোস্টে শট নেন সিঙ্গাপুরের ফুটবলার। কিন্তু গোলকিপার মিতুল বল ফিস্ট করতে গিয়ে পারেননি। বক্সের মধ্য থেকে হেড দিয়ে সিঙ্গাপুরের একজন বল দেন ডান দিকে। সেখান থেকে তিনি বল দেন বাঁ পাশে। শট নেন সিঙ্গাপুরের সং উই ইয়াং। হামজা অনেক দূর থেকে দৌড়ে এসে গোল বাঁচানোর চেষ্টা করেও পারেননি।

ম্যাচের প্রথমার্ধে ফাউলের মিছিলে নেমেছে উভয় দল। ১৯ মিনিটের মাথায় সিঙ্গাপুরের এক খেলোয়াড়ের জার্সি টেনে ধরে হলুদ কার্ড দেখলেন ফাহামিদুল ইসলাম। এরপর সিঙ্গাপুরের আক্রমণ বাঁচাতে গিয়ে রক্তাত হন তারিক কাজী। 

এমআই