Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের পতাকা বুকে নিয়ে কানাডার মাঠে সামিত সোম

বাংলাদেশের পতাকা বুকে নিয়ে কানাডার মাঠে সামিত সোম

খেলা ডেস্ক

১৫ জুন ২০২৫, ১৮:১৭

হামজার পর বাংলাদেশ ফুটবলের নতুন তারকা সামিত সোম। কানাডার জাতীয় দলে খেলা এই ফুটবলার সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলেছেন। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে দর্শকদের মুগ্ধ করেছেন সামিত। ট্যাকেল আর বলের দখলদারিত্বে আলাদা নজর কেড়েছেন তিনি।

সিঙ্গাপুরের বিপক্ষে দুর্দান্ত কিছু সুযোগ তৈরি করেছিলেন সামিত সোম। কিন্তু ফরোয়ার্ড রাকিব ও ফাহামিদুল তা কাজে লাগাতে পারেননি। সেই বলগুলোতে গোলের দেখা পেলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো। তবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সামিত যে কতটা দুর্দান্ত, তা দেখা মিলেছে।

সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

সিঙ্গাপুর ম্যাচের পরের দিনেই কানাডায় পাড়ি জমিয়েছেন বাংলাদেশের সামিত। কানাডিয়ান লিগের ক্লাব ক্যাভালরি এফসির হয়ে খেলেন তিনি। বাংলাদেশ থেকে ফেরার পর গতকালই ক্লাবটির হয়ে মাঠে নেমেছেন এই প্রবাসী ফুটবলার।

মাঠে নামার আগে ক্যাভালরি এফসি তাদের সামাজিক মাধ্যমে ১১ জন খেলোয়াড়ের একটি ছবি পোস্ট করেছিল। যেখানে বাংলাদেশের পতাকা বুকে ধারণ করেছেন সামিত সোম। ক্লাবটির বাকি ফুটবলাররা তাদের দেশের পতাকা সম্বলিত জার্সি গায়ে জড়িয়েছেন।

ছবির ক্যাপশনেও দশটি পতাকার ইমোজি দিয়েছে ক্যাভালরি এফসি। বাংলাদেশের পতাকা ছাড়াও আছে যুক্তরাজ্য (দুইবার), সোমালিয়া, জার্মানি, জ্যামাইকা, পোল্যান্ড, ইতালি, কলম্বিয়া, নিউজিল্যান্ড ও বেলজিয়ামের পতাকা। ক্লাবটির অফিসিয়াল এক্স হ্যান্ডল ও ফেসবুক পেজে ছবিটি পোস্ট করা হয়েছে।

গতকাল ওয়ান্ডারার্স এফসির মুখোমুখি হয়েছিল সামিতের ক্যাভালরি এফসি। তবে ১-১ গোলে ফলাফল ড্র রেখে মাঠ ছেড়েছে উভয় দল। ক্যাভালরির হয়ে গোল করেন ক্যানিগিয়া এলভা, আর ওয়ান্ডারার্সের পক্ষে স্কোর করেন তিয়াগো কোয়েম্বরা।

ম্যাচটির শুরুর একাদশে ছিলেন বাংলাদেশের সামিত সোম। তবে ৬৮ মিনিট খেলার পর সামিতকে তুলে নেয় ক্যাভালরির কোচ। তবে যতক্ষণ মাঠে ছিলেন, নিজের প্রতিভার জানান দিয়েছেন বাংলাদেশের অ্যাটাকিং মিডফিল্ডার। বর্তমানে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে সামিতের ক্যাভালরি।

এমআই