Advertisement
Us Bangla Airlines
জরিমানার কবলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন

জরিমানার কবলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন

খেলা ডেস্ক

২১ জুলাই ২০২৫, ২০:১৩

এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ম্যাচ শুরুতে দেরি করায় জরিমানার কবলে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শুরুতে বিলম্ব করায় বাফুফেকে জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। 

জানা গেছে, হামজাদের অভিভাবক সংস্থাকে ১ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করেছে এএফসি'র শৃঙ্খলা ও নৈতিকতা কমিটি। বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ ৮০ হাজার টাকার মতো। আগামী ৩০ দিনের মধ্যে এই টাকা পরিশোধ করার জন্য বাফুফেকে জোর তাগিদ দিয়েছে এএফসি।

চলতি বছরের ১০ জুন এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচেই দ্বিতীয়ার্ধ শুরুতে দেরি করে বসে বাফুফে। এএফসির তদন্ত অনুযায়ী, দ্বিতীয়ার্ধের শুরুতে অন্তত দুই মিনিট দেরি হয়। ফলে এএফসি কম্পিটিশন অপারেশনস ম্যানুয়ালের ২.২ নম্বর ধারার আইন লঙ্ঘন করায় জরিমানার মুখে পড়ে বাফুফে।

ম্যাচ পরিচালনায় সময়ানুবর্তিতা না হওয়ায় বাফুফেকে জরিমানার পাশাপাশি কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে কমিটি। এএফসি ডিসিপ্লিনারি ও এথিকস কোডের ১১.৩ ধারা অনুযায়ী, জরিমানার অর্থ নির্ধারিত সময়ের মধ্যেই পরিশোধ করতে হবে, অন্যথায় বাফুফেকে পড়তে হতে পারে আরও বড় সমস্যায়।

এমআই