Advertisement
Us Bangla Airlines
‘সিঙ্গাপুর ম্যাচ হারের দায় কোচের’, বলছেন বাফুফে সদস্য

‘সিঙ্গাপুর ম্যাচ হারের দায় কোচের’, বলছেন বাফুফে সদস্য

খেলা ডেস্ক

০৪ আগস্ট ২০২৫, ২১:৪৬

সিঙ্গাপুরের বিপক্ষে হারের দায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ছাইদ হাসান কানন। আজ (সোমবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপে জাতীয় দলের প্রধান কোচের কৌশলগত ব্যর্থতা, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেন তিনি।

কানন বলেন, ‘হোটেল থেকে আসার সময় কোচ দেরি করে এসেছে, এটা আমরা দেখেছি। এক সঙ্গে চার খেলোয়াড় বদল করাটা ঠিক হয়নি। একজন সাবেক খেলোয়াড় ও জাতীয় দল কমিটির সদস্য হিসেবে বলছি—এটা পেশাদার সিদ্ধান্ত ছিল না।’

ক্যাবরেরাকে ‘ভুয়া, ভুয়া’ দুয়োধ্বনি দিল সমর্থকেরা

১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে একাদশ নির্বাচন, খেলোয়াড় বদল ও কৌশল নির্ধারণে বিস্তর ভুল হয়েছে বলে দাবি কাননের। বিশেষ করে আল আমিন নামার পর রাকিবকে রাইট ব্যাক পজিশনে খেলানো এবং সেট পিসে অভিজ্ঞ জামাল ভুঁইয়াকে না খেলানোয় হতাশ তিনি।

‘জামাল ভুটানের বিপক্ষে সেট পিস থেকে গোল করিয়েছে। সিঙ্গাপুর ম্যাচে আমরা ১১টা সেট পিস পেয়েছি, জামাল থাকলে হয়তো একটা গোল হতো,’ — বলেন কানন।

তিনি আরও জানান, দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তনে দেরি, কোচ ও কোচিং স্টাফদের পরিকল্পনার অভাব এবং খেলোয়াড়দের বিভ্রান্তিই ম্যাচের গতি বদলে দেয়। কানন বলেন, ‘আমরা আগে কার্ড দিলেও প্রতিপক্ষ খেলোয়াড় আগেই মাঠে নামে। ৪-৫ মিনিটের বিলম্বে ম্যাচের টেম্পো নষ্ট হয়েছে।’

সিঙ্গাপুর ম্যাচের আগে চমকপ্রদ তথ্য দিলেন বাংলাদেশ কোচ

কানন আরও অভিযোগ করেন, ম্যাচের এক পর্যায়ে কোচ নাকি জানতেনই না রাকিব রাইট ব্যাক খেলছে। এমন পরিস্থিতিতে কোচিং স্টাফের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সবশেষে হ্যাভিয়ের ক্যাবরেরাকে দলের কোচিং প্যানেলে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, ‘এটা আমাদের নয়, সভাপতি তাবিথ আউয়ালের সিদ্ধান্ত। আমরা কেবল সদস্য।’

আগামী সেপ্টেম্বরেই জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের খেলা থাকায় বাফুফে দুটি উপকমিটি গঠন করেছে। এতে কোচদের সঙ্গে এখন পরামর্শ করার সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন বাফুফে সদস্য কানন।

এমআই