Advertisement
Us Bangla Airlines
নেইমারের এক গোলের দাম ৩০৫০ কোটি টাকা!

নেইমারের এক গোলের দাম ৩০৫০ কোটি টাকা!

খেলা ডেস্ক

৩০ জানুয়ারি ২০২৫, ১৭:৩৩

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার দ্য জুনিয়র। ট্রান্সফার ফি মানদণ্ডে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় তিনি। সবুজ গালিচায় গোল করে যতবার শিরোনাম হয়েছেন, তার চেয়ে বেশি আলোচনায় এসেছেন ইনজুরির খবরে। চোটের বিড়ম্বনায় ৩৬৫ কোটি টাকা লোকসান দিয়ে আল হিলাল ছেড়েছেন এই খেলোয়াড়।

সৌদি ক্লাব ছেড়ে নেইমার পাড়ি জমিয়েছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। কত টাকায় ঘরের মাটিতে ফিরছেন তা এখনো প্রকাশিত না হলেও রেকর্ড বেতনে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। তবে আল হিলাল ছাড়ার মাঝে ব্যয়বহুল গোলের রেকর্ড গড়েছেন এই ব্রাজিলীয় ফরোয়ার্ড

২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। ট্রান্সফার ফি ও দেড় বছরের বেতন মিলিয়ে নেইমারের পেছনে আল হিলালের খরচ হয়েছে ২৫০ মিলিয়ন ডলার। গত দেড় বছরে ক্লাবটির হয়ে ৭ ম্যাচ খেলে মাত্র ১টি গোল করেছেন ৩২ বছর বয়সী এ ব্রাজিলিয়ান। 

সৌদি ছাড়লেন নেইমার, ফিরছেন শৈশবের ঠিকানায়

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, এটাই ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল গোল। আল হিলালের হয়ে করা নেইমারের একমাত্র গোলটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৫০ কোটি টাকা! এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইরানের ক্লাব নাসাজি মাজানদারানের বিপক্ষে এই গোলটি করেছেন তিনি।

গত দেড় বছরে আল হিলালের হয়ে মাত্র ১টি গোল করার পেছনে ছিল চোটের অবদান। আল হিলালে যোগ দেওয়ার দুই মাস পরই হাঁটুর চোট ছিটকে দেয় নেইমারকে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়ার পর এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। চোট কাটিয়ে ফিরে গত অক্টোবর ও নভেম্বরে দুটি ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নামলেও আবারও চোটে পড়ে ছিটকে যান ফুটবল থেকে।

এর পর থেকেই নেইমারের সৌদি আরব ছাড়ার গুঞ্জন। সবশেষ গত ২৭ জানুয়ারি উভয় পক্ষের সমঝোতায় নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছে সৌদি ক্লাব আল হিলাল।

এমআই