
সেই চট্টগ্রামেই ফিফটি হাঁকালেন লিটন
খেলা ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ১৯:৪৪
চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি লিটন দাসের। সাদা বলের ক্রিকেটে বাজে সময় কাটানোর কারণে দল থেকে বাদ পড়েছেন তিনি। স্কোয়াডে জায়গা না পেয়ে ব্যাট হাতে উপেক্ষার জবাব দিয়েছিলেন অভিজ্ঞ এ ক্রিকেটার। দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএলের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। দুর্দান্ত শতকের পরের ম্যাচে হাসেনি লিটনের ব্যাট। ১৭ বলে মাত্র ১৩ রান করে বিদায় নিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
লিটনের ব্যর্থতার দিনে তানজিদ ছাড়া সেদিন দাঁড়াতে পারেনি কেউ। ফলে বরিশালের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে শাকিব খানের দল। ম্যাচ হারার দিনে বাজে অভিজ্ঞতার মুখে পড়েছেন লিটন কুমার দাস। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে শুনেছেন দর্শকদের দুয়োধ্বনি। সেদিন লিটন তাকিয়ে থাকলেও কোনো জবাব দেননি। আজ (সোমবার) সিলেটের বিপক্ষে জবাবটা দিলেন ব্যাট হাতে।
এদিন টসে জিতে ব্যাট করতে নামে লিটন দাসের দল। কিন্তু শুরু থেকেই সাবধানী ইনিংস খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। মন্থর গতিতে আগালেও একটা সময় রানের গতি বাড়িয়েছেন তিনি। ৩৮ বলে করেছিলেন ব্যক্তিগত ফিফটি। পরবর্তী ১০ বলে ২০ রান তুলে আউট হন এই ডানহাতি ব্যাটার। চার বাউন্ডারি এবং ৪ ছক্কায় ৭০ রান করে আউট হওয়া লিটনের স্ট্রাইকরেট ছিল ১৪৫.৮৩।
লিটন এমন সময় ফিফটি হাঁকালেন, যেখানে আগের ম্যাচে শুনেছিলেন ‘লিটন ভুয়া ভুয়া’ স্লোগান। সমালোচনার সেই ফাঁদে লিটন অবশ্য ক্রোধ দেখাননি। বরং জবাবটা যেন জমিয়ে রেখেছিলেন তিনি। চট্টগ্রামের এম এ আজিজ চৌধুরী স্টেডিয়ামে আজ ব্যাট হাতে সেটাই করে দেখালেন এই ওপেনার। অবশ্য সিলেটের বিপক্ষে শেষ দেখায় ৪৩ বলে ৭৩ রান করেছিলেন লিটন কুমার দাস।
এমআই