Advertisement
Us Bangla Airlines
তামিমের অসুস্থতার খবরে স্থগিত বিসিবির পর্ষদ সভা

তামিমের অসুস্থতার খবরে স্থগিত বিসিবির পর্ষদ সভা

খেলা ডেস্ক

২৪ মার্চ ২০২৫, ১৭:১৫

ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচ শুরুর আগে টসের সময় তামিমকে অস্বস্তিতে ভুগতে দেখা গিয়েছে। সেই অস্বস্তি থেকে হঠাৎই অসুস্থতা বাড়ে তামিমের। এরপর তাকে সাভারের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। 

অবস্থা গুরুতর হওয়ায় তামিমকে আইসিইউ, পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম ইকবাল। এমনকি তার হার্টে ব্লক ধরা পড়েছে। অল্প সময়ে দুইবার হার্ট অ্যাটাক করায় তার হার্টে রিং পরানো হয়। সবশেষ খবর অনুযায়ী, তামিমকে সিসিইউতে নেওয়া হয়েছে।

এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির ২৯তম পর্ষদ সভা স্থগিত করা হয়। আজ দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলায় সভা শুরু হওয়ার কথা ছিল। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ। 

জরুরি বোর্ড সভায় আজ আলোচনায় ছিল প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তি, অধিনায়কত্বে আসছেন কে আর নির্বাচকের শূন্য পদে বসবেন কে—তার উত্তর খোঁজার। এছাড়া পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র, নির্বাচক হান্নান সরকার চলে যাওয়ায় তার স্থানে নতুন নির্বাচক, বিপিএলের টিকিট বিক্রির রাজস্ব ভাগ, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বৃদ্ধিসহ নানান বিষয় ছিল আলোচনার অংশ।

 তবে তামিমের অসুস্থতায় বিসিবি কর্তারা হাসপাতালে যাওয়ায় বোর্ড সভায় স্থগিত করা হয়। পরবর্তীতে বোর্ড সভা কবে অনুষ্ঠিত হবে তা জানা যায়নি।

এমআই